তথ্যওসম্প্রচারমন্ত্রক
ভারতের সৃজনশীল অর্থনীতিতে ২০৩০ সালের মধ্যে গ্রাহক ব্যয় ১ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হতে পারে: ওয়েভস ২০২৫-এ বিসিজি রিপোর্ট প্রকাশিত হবে
Posted On:
02 MAY 2025 2:33PM
|
Location:
PIB Kolkata
মুম্বাই, ০২ মে, ২০২৫
সৃজনশীল অর্থনীতির উত্থানের ফলে ভারতের ডিজিটাল যাত্রা এক উল্লেখযোগ্য রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। মুম্বাইয়ে ওয়েভস ২০২৫-এ আগামীকাল বোস্টন কনসালটিং গ্রুপ (বিসিজি) (৩ মে) “ফ্রম কনটেন্ট টু কমার্স : ম্যাপিং ইন্ডিয়াজ ক্রিয়েটর ইকনোমি” শীর্ষক একটি নতুন প্রতিবেদন প্রকাশ করতে চলেছে। ভারতে সৃজনশীল অর্থনীতিতে গ্রাহক ব্যয়ের উপর প্রভাব রয়েছে ৩৫০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ভারতে ২০ থেকে ২৫ লক্ষ সক্রিয় ডিজিটাল স্রষ্টা রয়েছেন। যাদের প্রত্যেকের ১ হাজার জনেরও বেশি অনুসরণকারী রয়েছেন। বর্তমানে এদের মধ্যে মাত্র ৮ থেকে ১০ শতাংশ তাদের বিষয়বস্তু কার্যকরভাবে তুলে ধরে উপার্জন করেন, যা এই ক্ষেত্রে দ্রুত বিকাশের সম্ভাবনার দিক তুলে ধরে। আজকের দিনে সৃজনশীল পরিমণ্ডলে সরাসরি আয় আনুমানিক ২০ থেকে ২৫ বিলিয়ন মার্কিন ডলার। এই দশকের শেষ নাগাদ ১০০ থেকে ১২৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।
এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে আগামীকাল মুম্বাইয়ের ওয়েভস ২০২৫-এ প্রকাশ করা হবে। ওয়েভস ২০২৫-এ এআই, সোশ্যাল মিডিয়া, এভিজিসি ক্ষেত্র এবং চলচ্চিত্রের উদীয়মান রূপ রেখা নিয়ে আলোচনা ডিজিটাল মিডিয়া ক্ষেত্রে ভারতের অগ্রগতির দিককেই তুলে ধরেছে।
সময় মতো এই সংক্রান্ত সব তথ্য জানতে –
এক্স হ্যান্ডেলে লিঙ্কগুলি হল –
https://x.com/WAVESummitIndia
https://x.com/MIB_India
https://x.com/PIB_India
https://x.com/PIBmumbai
ইন্সটাগ্রামের লিঙ্গগুলি দেখুন –
https://www.instagram.com/wavesummitindia
https://www.instagram.com/mib_india
https://www.instagram.com/pibindia
SC/SS/SKD
Release ID:
(Release ID: 2126377)
| Visitor Counter:
6
Read this release in:
Malayalam
,
English
,
Khasi
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Assamese
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada