মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
২০২৫-২৬ চিনি মরশুমে চিনি কলগুলির থেকে আখ চাষীদের জন্য ন্যায্য ও লাভজনক মূল্যের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
Posted On:
30 APR 2025 4:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ এপ্রিল, ২০২৫
আখ চাষীদের স্বার্থের কথা বিবেচনা করে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি ২০২৫-২৬ চিনি মরশুমে আখের ন্যায্য ও লাভজনক মূল্য নির্ধারণ করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আখ চাষের জন্য যে ব্যয় হয়, তার ১০.২৫ শতাংশ বেশি হারে কৃষকদের কাছ থেকে আখ কেনা হবে। এর মূল্য নির্ধারিত হয়েছে ক্যুইন্টাল প্রতি ৩৫৫ টাকা। তবে, কৃষকরা যখন চিনিকলে আখ বিক্রি করেন, তখন তাঁরা অপেক্ষাকৃত কম দাম পান। যাঁরা চিনিকলে আখ বিক্রি করবেন, তাঁদের ক্যুইন্টাল প্রতি ৩২৯ টাকা ৫ পয়সা দিতে হবে। ২০২৪-২৫ চিনি মরশুমের তুলনায় ৪.৪১ শতাংশ বেশি হারে এই মূল্য নির্ধারিত হয়েছে।
কৃষকরা পয়লা অক্টোবর থেকে চিনি কলগুলিতে আখ বিক্রি করলে পরিবর্তিত হারে দাম পাবেন। দেশ জুড়ে ৫ কোটি আখ চাষী এরফলে উপকৃত হবেন। এছাড়াও, বিভিন্ন চিনি কলের সঙ্গে যুক্ত প্রায় ৫ লক্ষ শ্রমিক সহ যাঁরা বিভিন্ন অনুসারী শিল্পে কর্মরত, তাঁরা প্রত্যেকেই এই নতুন সিদ্ধান্তে উপকৃত হবেন। ২০২৩-২৪ চিনি মরশুমে চিনি কলগুলির কাছে আখ চাষীদের বকেয়া ছিল ১,১১,৭৮২ কোটি টাকা। ২৮ এপ্রিলের হিসেবানুযায়ী, বকেয়া এই অর্থে ৯৯.৯২ শতাংশ অর্থাৎ ১,১১,৭০৩ কোটি টাকা কৃষকদের মিটিয়ে দেওয়া হয়েছে। ২০২৪-২৫ চিনি মরশুমে আখ চাষীদের বকেয়া অর্থের পরিমাণ ৯৭,২৭০ কোটি টাকা। ২৮ তারিখের হিসেবানুযায়ী, বকেয়া অর্থের ৮৭ শতাংশ অর্থাৎ ৮৫,০৯৪ কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে।
SC/CB/SB
(Release ID: 2125499)
Visitor Counter : 17
Read this release in:
Assamese
,
Malayalam
,
Tamil
,
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Odia