WAVES BANNER 2025
তথ্যওসম্প্রচারমন্ত্রক

ওয়েভস ২০২৫ : সংবাদ মাধ্যম, বিনোদন জগত এবং প্রযুক্তির আন্তর্জাতিক মানের এক প্রদর্শনী

 Posted On: 28 APR 2025 5:21PM |   Location: PIB Kolkata

মুম্বাই, ২৮ এপ্রিল, ২০২৫

 
মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে পয়লা থেকে ৪ঠা মে বিশ্বের প্রথম সারির সংবাদমাধ্যম, বিনোদন জগত এবং প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যাণ্ড এন্টারটেইনমেন্ট সামিট – ওয়েভস ২০২৫-এ মিলিত হবেন। নেটফ্লিক্স, অ্যামাজন, গুগল, মেটা, সোনি, রিলায়েন্স, টাটা, বালাজি টেলিফিল্ম, ধর্ম প্রোডাকশনস, সারেগামা, যশরাজ ফিল্মস সহ ১০০টির বেশি চলচ্চিত্র প্রদর্শক সংস্থা এখানে উপস্থিত থাকবে। এদের সঙ্গে ডিজিটাল রেডিও মন্ডিয়াল, ফ্রি স্ট্রিম টেকনোলজি, ফ্র্যাকচাল পিকচারের মতো অত্যাধুনিক উদ্ভাবকরাও অংশ নেবেন এই সম্মেলনে।  


‘কলা টু কোড’ ভাবনায় ভারত প্যাভিলিয়নে দেশের চলচ্চিত্র জগতের ঐতিহ্যকে তুলে ধরা হবে। এখানে প্রাচীন যুগের শ্রুতিকথন থেকে বর্তমান যুগে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গল্পকথনের নানা নির্দশন প্রদর্শিত হবে। এছাড়াও মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গোয়া, গুজরাট, তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশ রাজ্যগুলির আলাদা প্যাভিলিয়ন থাকবে।


সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে যুক্ত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসংস্থাগুলি এবং নতুন উদ্যোগ বা স্টার্টআপ সংস্থাগুলির জন্য বিশেষ বুথ থাকবে এই প্রদর্শনীতে। ফলে সংবাদমাধ্যম এবং বিনোদন জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এঁদের যোগাযোগ সহজ হবে। 


ওয়েভস ২০২৫-এর আর একটি আকর্ষণীয় বিভাগ হল গেমিং অ্যারেনা। গেমিং শিল্পে ক্রমবর্ধমান জনপ্রিয়তার নিরিখে এটি এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। মাইক্রোসফট, ড্রিম ইলেভেন, নাজারা, এমপিএল এবং জিও গেমস-এর মতো প্রতিষ্ঠানগুলি এখানে উপস্থিত থাকবে। 


মে মাসের ১ থেকে ৪ তারিখ এই সম্মেলনে বিভিন্ন বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিরা পরস্পরের সঙ্গে মত-বিনিময় করতে পারবেন। আর সর্বসাধারণের জন্য এই সম্মেলন উন্মুক্ত হবে ৩রা মে। সম্মেলনের প্রথম তিনদিন ১০ থেকে ৬টা এবং শেষদিন ১০টা থেকে ৫টা বিভিন্ন প্রদর্শনী চলবে। গল্পকথন, প্রযুক্তি এবং বিনোদনের ভবিষ্যত কী হবে তা এখান থেকে নির্ধারিত হবে। চিরায়ত ঐতিহ্য ও উদ্ভাবনের মিলনকেন্দ্র হয়ে উঠবে ওয়েভস ২০২৫।    

 

SC/ CB /AG


Release ID: (Release ID: 2125034)   |   Visitor Counter: 3