তথ্যওসম্প্রচারমন্ত্রক
ওয়েভস অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতায় ৪২টি আকর্ষণীয় চলচ্চিত্র প্রদর্শিত হবে
Posted On:
28 APR 2025 2:41PM
|
Location:
PIB Kolkata
মুম্বাই, ২৮ এপ্রিল, ২০২৫
ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট-ওয়েভস ২০২৫-এর ‘ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ’ এর প্রথম পর্বে ৪২টি অ্যানিমেশন চলচ্চিত্রকে বাছাই করা হয়েছে। অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এগুলি প্রদর্শিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সঙ্গে যৌথভাবে ড্যান্সিং অ্যাটমস স্টুডিও যৌথভাবে জাতীয় স্তরের এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এর মূল উদ্দেশ্য সৃজনশীল প্রতিভাদের সঙ্গে সমমনা ব্যক্তিত্ব, প্রযোজক, পরিবেশক এবং চলচ্চিত্র শিল্পের বিশিষ্ট জনেদের মধ্যে যোগসূত্র গড়ে তোলা।
প্রচলিত অ্যানিমেশন ছবি, ভিএফএক্স, অগমেনটেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে যে প্রকল্পগুলি প্রতিযোগিতায় অংশ নিয়েছে, গত ৯ মাস ধরে সেগুলি মূল্যায়ন করা হয়েছে। এখান থেকে সেরা ৪২টি প্রকল্পকে বাছাই করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১২টি কাহিনীচিত্র, ১৮টি স্বল্প দৈর্ঘ্যের ছবি, ৯টি অ্যানিমেশন, টিভি সিরিজ এবং ৩টি অগমেনটেড রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটির প্রকল্প। বাছাই করা ৪২টি চলচ্চিত্রই সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের কাছে উপস্থাপন করা হবে।
যে ১৮টি স্বল্প দৈর্ঘ্যের ছবি চূড়ান্ত পর্বে বাছাই করা হয়েছে, সেগুলি হল,
১) শ্রেয়া সচদেবের ‘বাণী’; ২) শ্রীকান্ত এস মেননের ‘ওড়িয়ান’; ৩) প্রশান্ত কুমার নাগাদাসির ‘বেস্ট ফ্রেন্ডস’; ৪) শ্বেতা সুভাষ মারাঠের ‘মেলটিং শেম’; ৫) অনিকা রাজেশের ‘আচাপ্পম’; ৬) মার্তন্ড আনন্দ উগালমুগলের ‘চাঁদোমামা’; ৭) কিরুথিকা রামাসুব্রামাণিয়ান-এর ‘অ্যা ড্রিমস ড্রিম’; ৮) হরিশ নারায়ণ আয়ারের ‘করবী’; ৯) ত্রিপর্ণা মাইতির ‘দ্য চেয়ার’; ১০) অরুন্ধতি সরকারের ‘সো ক্লোজ ইয়েট সো ফার’; ১১)গদম জগদীশ প্রসাদ যাদবের ‘সিমফোনি অফ ডার্কনেস’; ১২) ভেট্রিভেল-এর ‘দ্য লাস্ট ট্রেজার’; ১৩) গার্গি গাওথের ‘গোড়ভা’; ১৪) শ্রেয়া বিনায়ক পোরে-র ‘কালি’(বাড); ১৫) হর্ষিতা দাসের ‘লুনা’; ১৬) স্যানড্রা ম্যারির ‘মিসিং’; ১৭) রিচা ভুটানির ‘’ক্লাইমেটস্কেপ; ১৮) হীরক জ্যোতি নাথের ‘টেলস ফ্রম দ্য টি হাউজ’;
যে ১২টি অ্যানিমেশন কাহিনীচিত্র প্রদর্শনীতে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে সেগুলি হল,
১) ক্যাথেরিনা ডায়ান বীরাস্বাতী এস-এর ‘ফ্লাই’; ২) শুভম তোমারের ‘মাহাজুন’; ৩) শ্রীকান্ত ভোগির ‘রুদ্র’; ৪) অনির্বাণ মজুমদারের ‘বাবর ওউর বান্নো অ্যা ফ্লেন্ডশিপ সাগা’ ৫) নন্দন বালাকৃষ্ণন-এর ‘দ্য ড্রিম বেলুন’; ৬)জ্যাকলিন সি চিং-এর ‘লাইকে অ্যাণ্ড দ্য ট্রোলস’; ৭) রোহিত শঙ্খালা-র ‘দ্বারকা দ্য লস্ট সিটি অফ শ্রীকৃষ্ণ’; ৮) ভগত সিং সাইনির ‘রেড উইমেন’; ৯) অভিজিত সাকসেনার ‘অ্যারাইজ,অ্যাওয়েক’; ১০) বামসি বানদারুর ‘আয়ুর্বেদ ক্রোনিক্যালস-সার্চ ফর দ্য লস্ট লাইট’; ১১) পীযুষ কুমারের ‘রং পোগ্রামিং...দ্য আনল্যাশড ওয়ারস অফ এআই’; ১২) খামবোর বাতেই-এর ‘খারজানা-লাপালাং-আ খাসি ফোকলোর রিইমাজিন্ড’;
চূড়ান্ত পর্বে যে ৯টি অ্যানিমেশন টিভি সিরিজ স্থান পেয়েছে সেগুলি হল,
১) জ্যোতি কল্যাণ সুরার ‘জ্যাকি অ্যান্ড জিলাল’; ২) তুহিন চন্দর ‘চুপি: সাইলেন্স বিহাইন্ড লজ’; ৩)কিশোর কুমার কেদারির ‘এজ অফ দ্য ডেকান: দ্য লেজেন্ট অফ মালিক অম্বর’; ৪)ভাগ্যশ্রী সতপতির ‘পাসা’; ৫) ঋষভ মোহান্তির ‘খাট্টি’; ৬) সুকঙ্কন রায়ের ‘সাউন্ড অফ জয়’; ৭) আত্রেয়ী পোদ্দার, সঙ্গীতা পোদ্দার এবং বিমল পোদ্দারের ‘মোরে কাকা’; ৮) প্রজেৎজিত সিংহের ‘দ্য কোয়ায়েট ক্যাওস’; ৯) সেগুণ সামসন এবং অমুটুন্ডে অ্যাকিওডের ‘মাপু’;
অগমেনটেড রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটির যে তিনটি প্রকল্প চূড়ান্ত পর্বে বাছাই করা হয়েছে সেগুলি হল,
১) সুন্দর মহালিঙ্গম-এর ‘অশ্বমেধ-দ্য আনসিল্ড ফেট’; ২) অনুজ কুমার চৌধুরির ‘লিমিনালিজম’; ৩) ঈশা চান্দনার ‘টক্সিক এফেক্ট অফ সাবট্যান্স অ্যাবিউস অন হিউম্যান বডি’;
ড্যান্সিং অ্যাটম স্টুডিওর প্রতিষ্ঠাতা এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক স্বরস্বতী বুয়ালা জানান, একটি সৃজনশীল মঞ্চে ৪২ রকমের এধরনের প্রকল্প এই প্রথম একসঙ্গে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। সংবাদ মাধ্যম এবং বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত ওয়েভস উপদেষ্টা পর্ষদ এই প্রকল্পগুলির যথাযথ মূল্যায়ণ করবে। ২০২৪ সালের হিসেব অনুসারে আন্তর্জাতিক স্তরে অ্যানিমেশন চলচ্চিত্রের যথেষ্ট উন্নতি লক্ষ্য করা গেছে। অনলাইন স্ট্রিমিং এবং বিভিন্ন চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র থেকে প্রায় ২০০০ কোটি মার্কিন ডলার আয় হয়েছে। ২০৩২ সালের মধ্যে বিভিন্ন শিক্ষামূলক বিষয়বস্তু সম্বলিত অ্যানিমেশন ছবির থেকে প্রায় ৭০০০ কোটি মার্কিন ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে। ওয়েভস ২০২৫-এ অ্যানিমেশন চলচ্চিত্র পরিচালকদের চ্যালেঞ্জগুলি সম্পর্কে জানতে হলে এই লিঙ্কে ক্লিক করুন
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2122994
চূড়ান্ত পর্বে যে ৩২জন অ্যানিমেশন চলচ্চিত্র পরিচালকের ছবি প্রদর্শিত হবে তাদের বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন
http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/apr/doc2025428546601.pdf
SC/ CB /AG
Release ID:
(Release ID: 2124900)
| Visitor Counter:
11
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam