তথ্যওসম্প্রচারমন্ত্রক
ওয়েভস বাজার এই প্রথম ন’টি ভাষার ১৫টি প্রকল্পকে ‘শীর্ষ বাছাই’ হিসেবে প্রকাশ করেছে
Posted On:
25 APR 2025 4:10PM
|
Location:
PIB Kolkata
মুম্বাই, ২৫ এপ্রিল, ২০২৫
দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভার সুবাদে মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে ভারত আধিপত্য বিস্তারকারী এক স্থানে রয়েছে। তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে ভারত আকর্ষণীয় বিষয়বস্তু তৈরি করার ক্ষমতা রাখে। ১-৪ মে মুম্বাইতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড অডিও-ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট (ওয়েভস) মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে এক মাইলফলক হয়ে উঠতে চলেছে। এই শীর্ষ সম্মেলন বিষয়বস্তু তৈরি, বিনিয়োগের গন্তব্য এবং ‘ক্রিয়েট ইন ইন্ডিয়া’ সুযোগের বিস্তারের মাধ্যমে ভারতকে বিশ্বের সামনে এক পছন্দের গন্তব্য হিসেবে তুলে ধরবে।
ওয়েভস বাজার হল মিডিয়া ও বিনোদন শিল্পের এক প্রধান বিশ্বব্যাপী বাজার। এটি এমন এক মঞ্চ যার মাধ্যমে সংযোগ স্থাপিত হয়, সহযোগিতা বৃদ্ধি পায় এবং বিকাশ গতি লাভ করে। চলচ্চিত্র নির্মাতা ও এই শিল্পের পেশাদাররা এই মঞ্চের মাধ্যমে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন, নিজের দক্ষতা প্রদর্শন এবং তাঁদের পেশাদার নেটওয়ার্ক প্রসারিত করার সুযোগ পান।
ভিউইং রুম হল ওয়েভস বাজারের একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম। এখানে সারা বিশ্বের সদ্যনির্মিত চলচ্চিত্র এবং পোস্ট-প্রোডাকশনে থাকা প্রকল্পগুলি প্রদর্শন করা হয়। এর মাধ্যমে এই চলচ্চিত্রগুলি বিভিন্ন চলচ্চিত্র উৎসব, বিশ্বব্যাপী বিক্রয়, বিতরণ সংক্রান্ত অংশীদারিত্ব এবং অর্থের যোগানের সুবিধা পায়।
চলচ্চিত্র প্রোগ্রামার, পরিবেশক, বিশ্ব বিক্রয় প্রতিনিধি এবং শিল্পের অন্য পেশাদারদের জন্য ভিউইং রুম এমন এক পরিসর তৈরি করে, যেখানে ওয়েভস বাজারে যোগ দেওয়া প্রতিনিধিরা এই চলচ্চিত্রগুলি দেখতে পান, প্রকল্প সংক্রান্ত বিশদ তথ্যের নাগাল পান এবং চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন।
এই প্রথম ওয়েভস বাজারে ভারত, শ্রীলঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইৎজারল্যান্ড, বুলগেরিয়া, জার্মানি, মরিশাস ও সংযুক্ত আরব আমিরশাহী – এই আটটি দেশের মোট ১০০টি চলচ্চিত্র ভিউইং রুম লাইব্রেরিতে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এখানে এনএফডিসি প্রযোজিত ও সহ-প্রযোজিত ১৮টি চলচ্চিত্র এবং ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়াতে সংরক্ষিত আটটি ধ্রুপদী চলচ্চিত্র রয়েছে। এছাড়া এখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই, পুণে) এবং সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই, কলকাতা)-এর ছাত্রছাত্রীদের তৈরি ১৯টি ছবিও স্থান পেয়েছে।
ওয়েভস বাজারের ভিউইং রুমে যে ১৫টি চলচ্চিত্রকে ‘শীর্ষ বাছাই’ হিসেবে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ৯টি কাহিনীচিত্র, দুটি তথ্যচিত্র, দুটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র এবং দুটি ওয়েব সিরিজ। ওয়েভস বাজারের সময়ে ২ মে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে এগুলি প্রযোজক, বিক্রয় প্রতিনিধি, পরিবেশক, উৎসব আয়োজক এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা হবে।
ওয়েভস বাজার শীর্ষ বাছাই ২০২৫
(১) দ্য ওয়েজ কালেক্টর – তামিল, ভারত, কাহিনীচিত্র
পরিচালক – ইনফ্যান্ট সুসাই, প্রযোজক – ভগবতী পরিমল
(২) পুতুল – হিন্দি, ভারত, কাহিনীচিত্র
পরিচালক – রাধেশ্যাম পিপালওয়া, প্রযোজক – শরদ মিত্তল
(৩) দুসরা ব্যাহ (লেভির) – হরিয়ানভি, হিন্দি, ভারত, কাহিনীচিত্র
পরিচালক – ভগৎ সিং সাইনি, প্রযোজক – পরভীন সাইনি
(৪) পাখুঁদিয়াঁ (বাতাসে ওড়া পাপড়ি) - হিন্দি, ভারত, কাহিনীচিত্র
পরিচালক – আব্দুল আজিজ, প্রযোজক – আব্দুল আজিজ, জোৎস্না রাজপুরোহিত
(৫) খিরকি গাভ (যদি কোনো শীতের রাতেই) – মালয়ালাম, ভারত, কাহিনীচিত্র
পরিচালক – সঞ্জু সুরেন্দ্রন, প্রযোজক – ডঃ সুরেন্দ্রন এম এন
(৬) সূচনা – দ্য বিগিনিং – বাংলা, ভারত, কাহিনীচিত্র
পরিচালক – পৌষালি সেনগুপ্ত, প্রযোজক – অভিনন্দা সেনগুপ্ত
(৭) স্বহা ইন দ্য নেম অফ ফায়ার – মাগাহি, ভারত, কাহিনীচিত্র
পরিচালক – অভিলাষ শর্মা, প্রযোজক – বিকাশ শর্মা
(৮) গোতিপুয়া – বিয়ন্ড বর্ডার্স – ইংরেজি, হিন্দি, ওড়িয়া, ভারত, তথ্যচিত্র
পরিচালক ও প্রযোজক – চিন্তর পারেখ
(৯) ফ্রম ইন্ডিয়া - ইংরেজি, মার্কিন যুক্তরাষ্ট্র, স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র
পরিচালক ও প্রযোজক – মন্দার আপতে
(১০) থার্ড ফ্লোর – হিন্দি, ভারত, স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র
পরিচালক – আমনদীপ সিং, প্রযোজক – আমনদীপ সিং
(১১) জাহাঁ - হিন্দি, ভারত, স্বল্পদৈর্ঘ্যের কাহিনীচিত্র
পরিচালক ও প্রযোজক – রাহুল শেট্টি
(১২) প্ল্যানেট ইন্ডিয়া – ইংরেজি, হিন্দি, ভারত, টিভি শো
পরিচালক – কলিন বাটফিল্ড, প্রযোজক – তামসিল হুসেন
(১৩) ভারতী অউর বিবো – হিন্দি, ভারত, অ্যানিমেশন ওয়েব সিরিজ / টিভি
পরিচালক – স্নেহা রবিশঙ্কর, প্রযোজক – ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন ও পাপ্পেটিকা মিডিয়া প্রাইভেট লিমিটেড
(১৪) আচাপ্পাস অ্যালবাম – মালয়ালাম, ভারত, কাহিনীচিত্র
পরিচালক – দীপ্তি পিল্লাই শিভন, প্রযোজক – ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন
(১৫) দুনিয়া না মানে - হিন্দি, ভারত, কাহিনীচিত্র
পরিচালক ও প্রযোজক – ভি শান্তারাম
ওয়েভস সম্পর্কে
প্রথম ওয়ার্ল্ড অডিও-ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট (ওয়েভস) মিডিয়া ও বিনোদন ক্ষেত্রের এক শীর্ষ অনুষ্ঠান। মহারাষ্ট্রের মুম্বাইতে ১-৪ মে, ২০২৫ ভারত সরকার এর আয়োজন করেছে।
আপনি পেশাদার, বিনিয়োগকারী, স্রষ্টা বা উদ্ভাবক – যাই হোন না কেন, এই শীর্ষ সম্মেলন আপনাকে বিশ্বের মিডিয়া ও বিনোদন ক্ষেত্রের পেশাদারদের সঙ্গে যোগাযোগ স্থাপন ও সহযোগিতা বৃদ্ধির এবং উদ্ভাবনী ক্ষেত্রে অবদান রাখার সুযোগ করে দিচ্ছে।
ওয়েভস ভারতের সৃজনশীল সামর্থ্য, বিষয়বস্তু সৃষ্টি, মেধাস্বত্ত্ব এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ করে দিচ্ছে। সম্প্রচার, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, রেডিও, চলচ্চিত্র, অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্ট, গেমিং, কমিক্স, সাউন্ড অ্যান্ড মিউজিক, বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, জেনারেটিভ এআই, অগমেন্টেড রিয়ালিটি, ভার্চ্যুয়াল রিয়ালিটি, এক্সটেন্ডেড রিয়ালিটি সহ বিভিন্ন ক্ষেত্রের ওপর এই সম্মেলনে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
কোনো প্রশ্ন থাকলে https://wavesindia.org/faq এখানে জানাতে পারেন
সাম্প্রতিক খবরাখবর জানতে https://pib.gov.in/EventDetail.aspx?ID=1204®=3&lang=1 এখানে দেখুন
আসুন, আমাদের সঙ্গে থাকুন, ওয়েভস-এর জন্য নাম নথিভুক্ত করুন এখানে - https://wavesindia.org/register-menu
SC/SD/DM
Release ID:
(Release ID: 2124493)
| Visitor Counter:
4
Read this release in:
English
,
Urdu
,
Nepali
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam