@font-face { font-family: 'Poppins'; src: url('/fonts/Poppins-Regular.ttf') format('truetype'); font-weight: 400; font-style: normal; } body { font-family: 'Poppins', sans-serif; } .hero { background: linear-gradient(to right, #003973, #e5e5be); color: white; padding: 60px 30px; text-align: center; } .hero h1 { font-size: 2.5rem; font-weight: 700; } .hero h4 { font-weight: 300; } .article-box { background: white; border-radius: 10px; box-shadow: 0 8px 20px rgba(0,0,0,0.1); padding: 40px 30px; margin-top: -40px; position: relative; z-index: 1; } .meta-info { font-size: 1em; color: #6c757d; text-align: center; } .alert-warning { font-weight: bold; font-size: 1.05rem; } .section-footer { margin-top: 40px; padding: 20px 0; font-size: 0.95rem; color: #555; border-top: 1px solid #ddd; } .global-footer { background: #343a40; color: white; padding: 40px 20px 20px; margin-top: 60px; } .social-icons i { font-size: 1.4rem; margin: 0 10px; color: #ccc; } .social-icons a:hover i { color: #fff; } .languages { font-size: 0.9rem; color: #aaa; } footer { background-image: linear-gradient(to right, #7922a7, #3b2d6d, #7922a7, #b12968, #a42776); } body { background: #f5f8fa; } .innner-page-main-about-us-content-right-part { background:#ffffff; border:none; width: 100% !important; float: left; border-radius:10px; box-shadow: 0 8px 20px rgba(0,0,0,0.1); padding: 0px 30px 40px 30px; margin-top: 3px; } .event-heading-background { background: linear-gradient(to right, #7922a7, #3b2d6d, #7922a7, #b12968, #a42776); color: white; padding: 20px 0; margin: 0px -30px 20px; padding: 10px 20px; } .viewsreleaseEvent { background-color: #fff3cd; padding: 20px 10px; box-shadow: 0 .5rem 1rem rgba(0, 0, 0, .15) !important; } } @media print { .hero { padding-top: 20px !important; padding-bottom: 20px !important; } .article-box { padding-top: 20px !important; } }
WAVES BANNER 2025
তথ্যওসম্প্রচারমন্ত্রক

ওয়েভস (WAVES)-এর জন্য মিডিয়া প্রতিনিধি নিবন্ধীকরণ ২১,২২, এবং ২৩ এপ্রিল তিন দিনের জন্য পুনরায় চালু হবে !

 Posted On: 20 APR 2025 2:37PM |   Location: PIB Kolkata

মুম্বই, ২০ এপ্রিল, ২০২৫

 

বিভিন্ন মিডিয়া গোষ্ঠীর আগ্রহের প্রতিক্রিয়া স্বরূপ ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট (ওয়েভস) ২০২৫ আয়োজনে মিডিয়া প্রতিনিধি নিবন্ধীকরণ আগামী সোমবার ২১ এপ্রিল থেকে বুধবার ২৩ এপ্রিল পর্যন্ত তিন দিনের জন্য আবার চালু করেছে। পেশাদার সংবাদকর্মী এবং ফটোগ্রাফার এবং ডিজিটাল ম্যাটার নির্মাতাদের জন্য আবেদন করার এটাই শেষ সুযোগ। এই বহু প্রতিক্ষিত মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট আগামী ১ থেকে ৪ মে, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। আপনার কভারেজ ভারতের সৃজনশীল অর্থনীতিকে আন্তর্জাতিক মঞ্চে সম্প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

https://app.wavesindia.org/register/media

যাঁরা আগের সময়সীমার মধ্যে নিবন্ধীকরণ করতে পারেননি, তাঁদের জন্য এটাই শেষ সুযোগ। এই নিবন্ধীকরণ আপনাকে দেবে একচেটিয়াভাবে সমস্ত অধিবেশনে অংশগ্রহণ করা, নেটওয়ার্কিং করা এবং বিনোদনের ভবিষ্যৎ নির্মাণকারী শিল্প জগতের পেশাদারদের সঙ্গে একের পর এক অধিবেশনে নিরাপদ সাক্ষাৎ ও কথাবার্তার সুযোগ।

কারা আবেদন করতে পারেন?

    সাংবাদিক (প্রিন্ট, টিভি, রেডিও)
    ফটোগ্রাফার/ক্যামেরাপার্সন
    ফ্রিল্যান্স সাংবাদিক
    ডিজিটাল সামগ্রী নির্মাতা

এরজন্য যেসব নথির প্রয়োজন হবে :

    সরকারের ইস্যু করা যে কোনো পরিচয়পত্র
    পাসপোর্ট সাইজের ছবি
    মিডিয়া অ্যাফিলিয়েশনের প্রমাণ
    ১০টি কাজের নমুনা (লিঙ্ক বা স্ক্রিনশট)
    ভিসা (আন্তর্জাতিক আবেদনকারীদের জন্য)

রেজিস্ট্রেশন উইন্ডো খুলবে ০০:০১ এএম ২১ এপ্রিল ২০২৫
বন্ধ হবে : ১১:৫৯ পিএম, ২৩ এপ্রিল ২০২৫

অনুমোদিত প্রতিনিধিদের ই-মেলের মাধ্যমে অবহিত করা হবে এবং রিয়েল টাইম আপডেটের জন্য একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে। 

আমাদের সঙ্গে যোগাযোগ করুন pibwaves.media[at]gmail[dot]com ওয়েভস মিডিয়া অ্যাক্রিডিটেশন কোয়েরি বা আমাদের হেল্পলাইন নম্বর : ৯৬৪৩০৩৪৩৬৮ । 

এখানে মিডিয়া প্রতিনিধি নিবন্ধীকরণ নীতি দেখুন

ওয়েভস-এ অংশগ্রহণের শেষ সুযোগটি হারাবেন না।

ওয়েভস সম্পর্কে

আগামী ১ থেকে ৪ মে, ২০২৫-এ মহারাষ্ট্রের মুম্বইয়ে ভারত সরকারের আয়োজনে প্রথম বিশ্ব ওডিও ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট সংবাদমাধ্যম এবং বিনোদন ক্ষেত্রের জন্য একটি মাইলফলক ইভেন্টে পরিণত হতে চলেছে। সমস্ত পেশাদার শিল্পী, বিনিয়োগকারী, স্রষ্টা এবং উদ্ভাবকদের জন্য এই শীর্ষ সম্মেলন সংযোগ, সহযোগিতা, উদ্ভাবন এবং নিজস্ব অবদান রাখার একটি চূড়ান্ত আন্তর্জাতিক মঞ্চ। 

ওয়েভস ভারতের সৃজনশীল শক্তিকে বিকশিত করার জন্য গড়ে তোলা হয়েছে, যা ডিজিটাল বিষয়বস্তু তৈরি, বৌদ্ধিক সম্পত্তি এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্র হিসেবে এর অবস্থানকে আরও উন্নত করবে। এটি ব্রডকাস্টিকং, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, রেডিও, ফিল্ম, অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্ট, গেমিং, কমিক্স, সাউন্ড এবং মিউজিক, বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, জেনারেটিভ এআই, অগমেন্টেড রিয়্যালিটি (এআর), ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআরএক্সএক্স) এবং রিএক্সএক্স-এর ক্ষেত্রগুলিকে আরও বিকশিত করবে।

 

SC/SB/NS….


Release ID: (Release ID: 2123075)   |   Visitor Counter: 40