তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
ওয়েভস- এর জন্য মিডিয়া ডেলিগেট নিবন্ধন ২১, ২২ এবং ২৩ এপ্রিল তিন দিনের জন্য পুনরায় খোলা হবে
Posted On:
20 APR 2025 2:37PM by PIB Agartala
মুম্বাই, ২০ এপ্রিল ২০২৫, পিআইবি।। সংবাদ মাধ্যমের আগ্রহের জন্য ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস) ২০২৫ এ মিডিয়া ডেলিগেট নিবন্ধন পুনরায় তিন দিনের জন্য চালু করা হচ্ছে৷ আগামী ২১ এপ্রিল, সোমবার থেকে ২৩ এপ্রিল, বুধবার পর্যন্ত অংশগ্রহণে ইচ্ছুক মিডিয়া প্রতিনিধিরা নাম নিবন্ধন করতে পারবেন। পেশাদার, ফটোগ্রাফার এবং ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের জন্য এটি শেষ সুযোগ, যাতে তারা ১-৪ মে ২০২৫ এ মুম্বাইয়ে অনুষ্ঠিত এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন।
সাংবাদিক (প্রিন্ট, টিভি, রেডিও), ফটোগ্রাফার/ক্যামেরাপারসন, ফ্রিল্যান্স মিডিয়া পেশাদার, ডিজিটাল কনটেন্ট নির্মাতারা এতে যোগ দেওয়ার জন্যে আবেদন করতে পারবেন৷ আবেদনের ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে তা হল- সরকারি আইডি, পাসপোর্ট সাইজের ছবি, মিডিয়ার সাথে যুক্ত থাকার প্রমাণপত্র, ১০টি কাজের নমুনা (লিঙ্ক বা স্ক্রিনশট) ও ভিসা (আন্তর্জাতিক আবেদনকারীদের জন্য)৷
উল্লেখ্য, প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল ও এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস), মিডিয়া ও এন্টারটেইনমেন্ট (এম অ্যান্ড ই) সেক্টরের জন্য একটি মাইলফলক ইভেন্ট, যা ১ থেকে ৪ মে ২০২৫ পর্যন্ত মহারাষ্ট্রের মুম্বাইয়ে ভারত সরকার কর্তৃক আয়োজিত হবে।
ব্রডকাস্টিং, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, রেডিও, চলচ্চিত্র, অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিকস, সাউন্ড এবং মিউজিক, বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া, সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম, জেনারেটিভ এআই, অগমেন্টেড রিয়েলিটি (এআর), ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) এবং এক্সটেন্ডেড রিয়েলিটি (এক্সআর) শিল্প ও খাতগুলোর মত সৃজনশীল ক্ষেত্রে শক্তি বৃদ্ধি করতে, বিষয়বস্তু তৈরি করতে, বৌদ্ধিক সম্পত্তি এবং প্রযুক্তিগত উদ্ভাবনের কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে দৃঢ় করতে এই ওয়েভস আয়োজন করা হচ্ছে৷
নিবন্ধনের জন্য লিংক: https://app.wavesindia.org/register/media.
***
KMD/DM
(Release ID: 2123109)
Visitor Counter : 10