কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২১ এপ্রিল, ২০২৫ তারিখে ১৭ তম অসামরিক পরিষেবা দিবস উপলক্ষে দেশের অসামরিক কর্মচারীদের উদ্দেশে ভাষণ দেবেন

Posted On: 20 APR 2025 12:39PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২০ এপ্রিল, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২১ এপ্রিল, ২০২৫ তারিখে ১৭ তম অসামরিক পরিষেবা দিবস উপলক্ষে দেশের অসামরিক কর্মচারীদের উদ্দেশে ভাষণ দেবেন।

এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জেলা ও কেন্দ্রীয়/রাজ্য সরকারের চিহ্নিত অগ্রাধিকার কর্মসূচি আর উদ্ভাবনের কার্যকরী বাস্তবায়নের মাধ্যমে গণপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সার্বিক উন্নয়ন এবং উদ্ভাবন বিষয়ক ই-বুকও প্রকাশ করবেন যাতে চিহ্নিত অগ্রাধিকার কর্মসূচি এবং উদ্ভাবন বাস্তবায়নের সাফল্যের বিবরণ থাকবে। পুরস্কার প্রদানের আগে পুরস্কারপ্রাপ্ত শিল্পোদ্যোগীদের নিয়ে একটি চলচ্চিত্রও প্রদর্শিত হবে। এই নিয়ে সপ্তমবার প্রধানমন্ত্রী মোদী জাতীয় ও অসামরিক পরিষেবা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেবেন।

অসামরিক পরিষেবা দিবস হল ভারত জুড়ে অসামরিক কর্মচারীদের জন্য একটি উপলক্ষ্য যাতে নাগরিকদের পরিষেবার জন্য নিজেদেরকে আরও ভালোভাবে উৎসর্গ করার কথা ভাবা হয়। এর পাশাপাশি তাঁদের শ্রেষ্ঠ জনসেবার প্রতি প্রতিশ্রুতিকে পুনর্নবীকরণ করা হয়। এই তারিখটি বেছে নেওয়া হয়েছে ১৯৪৭ সালে সর্দার বল্লভভাই প্যাটেল দিল্লির মেটক্যাফ হাউসে অ্যাডমিনিসট্রেটিভ অফিসার ক্যাডেটদের উদ্দেশে যে বক্তব্য রেখেছিলেন, সেই দিনটির কথা মনে রেখে। এবার অসামরিক পরিষেবা দিবস উপলক্ষ্যে সরকার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সারাদিনব্যাপী সম্মেলনের আয়োজন করছে। 

সাধারণ নাগরিকদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা এবং জেলা প্রশাসনের অসাধারণ ও উদ্ভাবনী কাজের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী পুরস্কার প্রকল্প ২০২৪-এর জন্য এবারের অসামরিক পরিষেবা দিবসে নিম্নলিখিত অগ্রাধিকারমূলক প্রোগ্রামগুলি চিহ্নিত করা হয়েছে :
ক) বিভাগ ১- জেলাগুলির সর্বজনীন উন্নয়ন
খ) বিভাগ ২- ব্লক ভিত্তিক উচ্চাকাঙ্ক্ষী প্রোগ্রাম
গ) বিভাগ ৩- উদ্ভাবন

একটি ব্যাপক মূল্যায়ণের পর ১৫৮৮টি মনোনয়ন থেকে ১৪ জন পুরস্কার প্রাপককে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে। তাঁরা পাবেন ১) ট্রফি, ২) স্ক্রোল এবং ৩) একটি উৎসাহপ্রদানকারী অর্থমূল্য। পুরস্কৃত জেলা/সংস্থাকে যে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, তা ওই জেলা/সংস্থার অনুমোদিত প্রকল্প/কর্মসূচি বাস্তবায়নের জন্য বা জনকল্যাণের যে কোনও ক্ষেত্রে সম্পদের ঘাটতি পূরণের জন্য ব্যবহার করা যাবে। পুরস্কার অনুষ্ঠানের পর “সিভিল সার্ভিসেস রিফর্মস- চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিজ” শীর্ষক একটি পূর্ণাঙ্গ অধিবেশন হবে যার সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় শহুরে পরিবহণ শক্তিশালীকরণ মন্ত্রী পরিষদের সচিব ডঃ টি.ভি সোমানাথন। এতে আয়ুষ্মান ভারত পিএম- জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মাধ্যমে ‘সুস্থ ভারত’ উন্নীতকরণ মিশন, সক্ষম অঙ্গনওয়াড়ী এবং পুষ্টি ২.০ প্রকল্পের মাধ্যমে নারী ও শিশুদের পুষ্টির প্রচার, উচ্চাকাঙ্ক্ষী ব্লক প্রোগ্রাম নিয়ে চারটি খণ্ড অধিবেশন থাকবে। 

আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী শ্রী মনোহরলাল এই শহুরে পরিবহণ শক্তিশালীকরণ নিয়ে আয়োজিত অধিবেশনটির সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আর রাসায়নিক ও সার মন্ত্রী আয়ুষ্মান ভারত, শ্রী জগৎ প্রকাশ নাড্ডা প্রধানমন্ত্রী সুস্থ ভারত সচেতনতা অধিবেশনের সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী সক্ষম অঙ্গনওয়াড়ী মিশন এবং পুষ্টি ২.০ প্রকল্পের সচেতনতা অধিবেশনের সভাপতিত্ব করবেন। নীতি আয়োগের সিইও শ্রী বি.ভি.আর সুব্রহ্মনিয়ম উচ্চাকাঙ্ক্ষী ব্লক প্রোগ্রাম বিষয়ক অধিবেশনের সভাপতিত্ব করবেন। 

সমস্ত রাজ্য সরকারের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সহকারী সচিব এবং মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব, কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপ্যাল সেক্রেটারি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান, আবাসিক কমিশনার, জেলা প্রশাসনের আধিকারিকগণ এই অসামরিক পরিষেবা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। 

 

SC/SB/NS….


(Release ID: 2123074) Visitor Counter : 13