WAVES BANNER 2025
তথ্যওসম্প্রচারমন্ত্রক

ওয়েভস ফিল্ম পোস্টার তৈরি প্রতিযোগিতার শীর্ষ ৫০ ডিজিটাল পোস্টার বিজেতার নাম ঘোষণা হয়েছে

 Posted On: 19 APR 2025 1:00PM |   Location: PIB Kolkata

মুম্বাই, ১৯ এপ্রিল, ২০২৫

 

ওয়ার্ল্ড অডিও-ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট (ওয়েভস)  ফিল্ম পোস্টার তৈরি প্রতিযোগিতার শীর্ষ ৫০টি ডিজিটাল পোস্টার বিজেতাদের নাম ঘোষণা করেছে। এই প্রতিযোগিতায় উদীয়মান ডিজিটাল স্ক্রিপট রাইটারদের উৎসাহ এবং নতুন নতুন উদ্যমকে তুলে ধরে ৫৪২টি ডিজিটাল পোস্টার জমা পড়েছে। হাতে-আঁকা পোস্টার তৈরি প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন চিত্রকলা সংস্থা থেকে এই ১০টি এন্ট্রি বাছা হয়েছে। বিজেতাদের নির্বাচন মুম্বাইয়ের ওয়েভস শীর্ষ সম্মেলনের সময়  করা হবে। 

জুরিদের মধ্যে ফটোগ্রাফার ও মিউজিও ক্যামেরা গুরুগ্রামের প্রতিষ্ঠাতা-নির্দেশক শ্রী আদিত্য আর্য, চিত্রশিল্পী ও প্রিন্টমেকার এবং সাউথ দিল্লি পলিটেকনিক ফর উইমেন-এর ভাইস প্রিন্সিপাল শ্রী আনন্দময় ব্যানার্জী, অন্যান্য সহ-আয়োজক, ইমাজেনেশন স্ট্রিট আর্ট এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কম্পিটিশন – ন্যাশনাল ফিল্ম অ্যাচিভস ইন্ডিয়া-র সঙ্গে মিলেমিশে বহুস্তরীয় মূল্যায়ন করেছে। ১৯৭টি পোস্টারের মধ্যে থেকে জুরিরা ৫০টি বেছে নিয়েছেন। এই ৫০টির মধ্যে তিনজন ফাইনালিস্টকে চিহ্নিত করা হয়েছে। বর্ণমালাক্রম অনুযায়ী তাঁরা হলেন – 
সপ্তসিন্ধু সেনগুপ্ত
শিবাঙ্গী শর্মা কাশ্যপ
সুরেশ ডি নায়ার।

এই শীর্ষ তিন পর্যায়ক্রমের ঘোষণা ১-৪ মে, ২০২৫-এ মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ওয়েভস শীর্ষ সম্মেলনে করা হবে। ৫০ জন বিজেতার পোস্টার ঐ শীর্ষ সম্মেলনে ডিজিটাল রূপে প্রদর্শন করা হবে। ফলে প্রতিযোগীরা তাঁদের স্বীকৃতি ও দর্শকদের কাছে পৌঁছনোর জন্য একটি মূল্যবান মঞ্চ পাবেন। 

ওয়েভস লাইভ হাতে-আঁকা ফিল্ম পোস্টারের প্রতিযোগিতারও আয়োজন করবে। মকবুল ফিদা হুসেন এবং এস এম পণ্ডিতের মতো শ্রেষ্ঠ শিল্পীদের ভাবনা তুলে ধরে এই অনুষ্ঠান ভারতীয় সিনেমার পোস্টারের সমৃদ্ধ ঐতিহ্যকে সম্মান জানাবে।

এর জন্য ১০ জন শিক্ষানবিশি শিল্পীকে ওয়েভস লাইভ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বেছে নেওয়া হয়েছে। এঁদের মধ্যে শীর্ষ তিন বিজেতাকে এই সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ মাধ্যমে তাঁদের উৎকৃষ্ট অবদানের জন্য চিহ্নিত এবং পুরস্কৃত করা হবে। ওয়েভস ফিল্ম পোস্টার তৈরি প্রতিযোগিতা সিনেমা শিল্পের উৎকৃষ্টতাকে উদযাপন করতে, উদীয়মান প্রতিভাদের উৎসাহ দিতে এবং চিত্রকাহিনী বলার পারম্পরিক ও সমকালীন রূপগুলিকে যুক্ত করার একটি ব্যাপক উদ্যোগ।
 
বিস্তারিত জানতে ও বিজয়ীদের নামের তালিকা দেখতে ক্লিক করুন – 
👉 https://www.nfdcindia.com/waves-poster-challenge-2025/ 

 

 

 

SC/SB/DM


Release ID: (Release ID: 2123033)   |   Visitor Counter: 25