প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

থাই সরকারের রামাকিয়েন দেওয়াল চিত্রের আই-স্ট্যাম্প প্রকাশের উল্লেখ প্রধানমন্ত্রীর

Posted On: 03 APR 2025 7:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ এপ্রিল, ২০২৫

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাই সরকারের রামাকিয়েন দেওয়াল চিত্রের আই-স্ট্যাম্প প্রকাশের উল্লেখ করেছেন। 

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে এক্স বার্তায় জানানো হয়েছেঃ

“প্রধানমন্ত্রী@narendramodi - এর সফরের সময় থাই সরকার রামকিয়েন দেওয়াল চিত্রের একটি আই-স্ট্যাম্প প্রকাশ করেছে। এগুলি রাজা রাম-১-র সময়ে আঁকা হয়েছিল।” 
 


SC/ SD /AG


(Release ID: 2118704) Visitor Counter : 5