স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের পৌরহিত্যে উচ্চ পর্যায়ের কমিটি সিকিমে বিপর্যয় উদ্ধার ও পুনর্গঠন কার্যকলাপ এবং অন্য ৫টি রাজ্যে অগ্নি নির্বাপণ পরিষেবার আধুনিকীকরণের অনুমোদন দিয়েছে
Posted On:
28 MAR 2025 2:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের পৌরহিত্যে উচ্চ পর্যায়ের কমিটি সিকিমে বিপর্যয় উদ্ধার ও পুনর্গঠন কার্যকলাপ এবং অন্য ৫টি রাজ্যে অগ্নি নির্বাপণ পরিষেবার আধুনিকীকরণের অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী, কৃষি মন্ত্রী, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এই কমিটির সদস্য। তাঁদের মত জাতীয় বিপর্যয় প্রতিরোধ তহবিলের অধীন দক্ষতা বিকাশের লক্ষ্যে এই তহবিল প্রদান বিপর্যয় প্রতিরোধ ক্ষেত্রে যাবতীয় প্রস্তুতি গড়ে তুলতে সহায়তা করবে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর লক্ষ্যই হ’ল – ভারতকে বিপর্যয় নিরোধক হিসেবে গড়ে তোলা। শ্রী অমিত শাহের পৌরহিত্যে স্বরাষ্ট্র মন্ত্রক দেশে বিপর্যয় মোকাবিলায় সক্ষম ব্যবস্থা গড়ে তুলতে নানা উদ্যোগ নিচ্ছে। বিপর্যয়ের ফলে জীবন ও সম্পত্তি ক্ষয়ক্ষতি রক্ষায় নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিহার, গুজরাট, ঝাড়খন্ড, মহারাষ্ট্র ও কেরল – এই ৫টি রাজ্যে উচ্চ পর্যায়ের কমিটি এই ক্ষেত্রে প্রস্তুতিমূলক নানা প্রকল্প ও কর্মকুশলতা গড়ে তুলতে ১৬০৪.৩৯ কোটি টাকা অনুমোদন করেছে। সেইসঙ্গে, এইসব রাজ্যগুলিতে অগ্নি নির্বাপণ পরিষেবা আধুনিকীকরণ ও প্রসারে উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে এনডিআরএফ – এর অধীন কেন্দ্রীয় সরকার মোট ৫ হাজার কোটি টাকা দিয়েছে এবং ২০টি রাজ্যের প্রস্তাব অনুমোদন সাপেক্ষে ৩৩৭৩.১২ কোটি টাকা ইতিমধ্যেই অনুমোদন করা হয়েছে।
এছাড়াও, উচ্চ পর্যায়ের কমিটি সিকিমে জাতীয় বিপর্যয় নিরোধক ফান্ডের অধীন ৫৫৫.৭০ কোটি টাকা দিয়েছে। তিস্তা নদী অববাহিকায় বরফ ধ্বসজনিত বিপর্যয়ের পর পুনর্গঠনের কাজে এই টাকা ব্যবহার করা হবে।
চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার ২৮টি রাজ্যকে রাজ্য বিপর্যয় প্রতিরোধ ফান্ডের অধীন ১৯০৭৪.৮০ কোটি টাকা দিয়েছে। এছাড়াও, ১৬টি রাজ্যকে রাজ্য বিপর্যয় মোকাবিলা ফান্ডে ৩২২৯.৩৫ কোটি টাকা দেওয়া হয়েছে।
SC/AB/SB
(Release ID: 2116452)
Visitor Counter : 22
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Nepali
,
Hindi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Malayalam