স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

মাদক মুক্ত ভারত গড়ার মোদী সরকারের অভিযানে গতি আনতে ইম্ফল এবং গুয়াহাটি অঞ্চলে এনসিবি বিপুল সংখ্যক এবং ৮৮ কোটি টাকা মূল্যের মেথামফেটামাইন ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে এবং আন্তর্জাতিক মাদক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে

प्रविष्टि तिथि: 16 MAR 2025 12:02PM by PIB Kolkata

নতুন দিল্লি ১৬ মার্চ ২০২৫


কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, মাদক চক্রের কোনো ক্ষমা নেই। ৮৮ কোটি টাকা মূল্যের বিপুল সংখ্যক মেথামফেটামাইন ট্যাবলেট বাজেয়াপ্ত এবং আন্তর্জাতিক মাদক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করার জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি)-কে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এক্স পোস্টে বলেছেন, এই মাদক বাজেয়াপ্ত করা তদন্তের পূর্ণ কৃতিত্বের প্রমাণ।

পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী বলেছেন, “মাদক চক্রের কোনো ক্ষমা নেই। মাদক মুক্ত ভারত গড়ার লক্ষ্যে মোদী সরকারের অভিযানকে গতি দিতে ৮৮ কোটি টাকার বিপুল সংখ্যক মেথামফেটামাইন ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে এবং আন্তর্জাতিক মাদক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে ইম্ফল এবং গুয়াহাটি অঞ্চলে। এই মাদক বাজেয়াপ্ত করা তদন্তের  শুরু থেকে শেষ পর্যন্ত এন সি বি-র কৃতিত্বের পরিচায়ক। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। এনসিবি দলকে আন্তরিক অভিনন্দন।”


SC/AP/CS


(रिलीज़ आईडी: 2111729) आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , हिन्दी , English , Khasi , Urdu , Marathi , Nepali , Bengali-TR , Assamese , Manipuri , Gujarati , Malayalam