স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতকে মাদক মুক্ত রাখার জন্য সরকারের অভিযানকে ত্বরান্বিত করার দৃষ্টান্ত: মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর অভিযানে ৮৮ কোটি টাকা মূল্যের মেথাম্ফেটামিন ট্যাবলেটের বিশাল চালান বাজেয়াপ্ত, আন্তর্জাতিক মাদক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ এন সি বি-র টিমকে আন্তরিক অভিনন্দন জানান

प्रविष्टि तिथि: 16 MAR 2025 12:02PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৬ মার্চ ২০২৫: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, মাদক চক্রের জন্য কোনওরকম দয়া করা হবে না।  ভারতকে মাদক মুক্ত রাখার জন্য  সরকারের অভিযানকে ত্বরান্বিত করার দৃষ্টান্ত স্থাপন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর সাম্প্রতিক নেশা বিরোধী অভিযান। যার মধ্য দিয়ে, ৮৮ কোটি টাকা মূল্যের মেথাম্ফেটামিন ট্যাবলেটের বিশাল চালান বাজেয়াপ্ত করা হয় এবং আন্তর্জাতিক মাদক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এই সাফল্যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোকে (এন. সি. বি) অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এক এক্স পোস্টে বলেছেন যে “ভারতকে মাদক মুক্ত রাখার জন্য  সরকারের অভিযানকে ত্বরান্বিত করার দৃষ্টান্ত স্থাপন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর সাম্প্রতিক নেশা বিরোধী অভিযান। যার মধ্য দিয়ে, ৮৮ কোটি টাকা মূল্যের মেথাম্ফেটামিন ট্যাবলেটের বিশাল চালান বাজেয়াপ্ত করা হয় এবং ইম্ফল ও গুয়াহাটি জোনে আন্তর্জাতিক মাদক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা তদন্তের পদ্ধতির ক্ষেত্রে আগাপাশতলা সুচারু প্রক্রিয়া নেওয়ায় এই দুর্দান্ত সাফল্য এসেছে এবং তা প্রমাণিত হলো। তিনি বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এন সি বি-র টিমকে আন্তরিক অভিনন্দন।”

 

অভিযানের বিবরণ

গোপন তথ্যের ভিত্তিতে,  এন. সি. বি ইম্ফল জোনের আধিকারিকরা লিলং এলাকার কাছে অভিযান চালায় গত ১৩ মার্চ। একটি ট্রাককে আটক করে এবং গাড়ির পুঙ্খানুপুঙ্খ নজরদারির পরে, ট্রাকের পিছনের অংশে টুল বক্স/কেবিন থেকে ১০২.৩৯ কেজি মেথাম্ফেটামিন ট্যাবলেট উদ্ধার করে। ট্রাকের ২ জন আরোহীকেও গ্রেপ্তার করা হয়েছে। দেরি না করে দলটি অবিলম্বে একটি ফলো-আপ অপারেশন চালায় এবং লিলং এলাকা থেকে নিষিদ্ধ দ্রব্যের সন্দেহভাজন গ্রহীতাকেও গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মাদক পাচারের জন্য ব্যবহৃত একটি চার চাকার গাড়িও উদ্ধার করা হয়েছে। পরে তিনজনকেই গ্রেপ্তার করা হয়। নিষিদ্ধ দ্রব্যের সন্দেহভাজন উৎস মোরেহ। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

একইদিনে, অপর এক অভিযানে, এন. সি. বি গুয়াহাটি জোনের আধিকারিকরা শিলচরের কাছে অসম-মিজোরাম সীমান্তে একটি এস ইউ ভি-কে আটক করে এবং পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজাখুঁজির পর গাড়ির অতিরিক্ত টায়ারের ভিতরে লুকিয়ে রাখা ৭.৪৮ কেজি মেথামফেটামাইন ট্যাবলেট উদ্ধার করে এবং গাড়ির আরোহীকেও গ্রেপ্তার করা হয়। নিষিদ্ধ দ্রব্যের উৎস ছিল মণিপুরের মোরেহ এবং সন্দেহভাজন গন্তব্য ছিল করিমগঞ্জ। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য আরও তদন্ত চলছে।

ওপর এক ঘটনায়, এন. সি. বি মিজোরাম রাজ্য আবগারি বিভাগ থেকে একটি মামলার তদন্তও নিজের হাতে নিয়েছে। ওই ঘটনাটি ঘটে গত ৬ মার্চ, এবং সেদিন রাজ্য আবগারি বিভাগ আইজল শহরের  বোঙ্কন  এলাকা থেকে প্রায় ৪৬ কেজি স্ফটিক মেথ বাজেয়াপ্ত করে। এই মামলায় মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পাচার নেটওয়ার্কের আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সংযোগের তদন্তের জন্য এন. সি. বি এই মামলার তদন্তভার গ্রহণ করছে।

    

বিশেষ ভৌগলিক অবস্থানের কারণে উত্তর-পূর্বাঞ্চল মাদক পাচারের দৃষ্টিকোণ থেকে ভারতের অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবে আবির্ভূত হয়েছে। এই দুর্বলতা চিহ্নিত করে, স্বরাষ্ট্র মন্ত্রকএই অঞ্চলে মাদকের বিরুদ্ধে যুদ্ধকে আরও জোরদার করতে ২০২৩ সালে এন সি বি-র ক্ষমতা ও শক্তি  বৃদ্ধি করেছে। এন সি বি তার পাঁচটি আঞ্চলিক ইউনিট এবং উত্তর-পূর্বের একটি আঞ্চলিক সদর দফতরের মাধ্যমে, এই অঞ্চলে সক্রিয় মাদক পাচারকারীদের বিরুদ্ধে ক্রমাগত কাজ করে চলেছে, বিশেষত মেথাম্ফেটামিন ট্যাবলেট, ইয়াবা'র  মতো সিন্থেটিক ড্রাগ পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত রয়েছে। এই ইয়াবা  কেবল এই অঞ্চলের তরুণ জনগোষ্ঠীর জন্যই নয়, সমগ্র দেশের নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ হয়ে উঠেছে।

***

SKC/KG/PS/KMD


(रिलीज़ आईडी: 2111689) आगंतुक पटल : 63
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English