WAVES BANNER 2025
তথ্যওসম্প্রচারমন্ত্রক

সৃজনশীলতা, গণমাধ্যম এবং প্রযুক্তির পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া সম্প্রচার জগতের দুনিয়াটাই পাল্টে দিচ্ছে; ওয়েভস সৃজনশীলদের সামনে উন্নতমানের বিষয়বস্তু তৈরির ক্ষেত্রে বড় মঞ্চ হয়ে উঠবে : কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

 प्रविष्टि तिथि: 13 MAR 2025 7:44PM |   Location: PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ মার্চ ২০২৫

 

গণমাধ্যম এবং বিনোদন ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ওয়েভস ২০২৫ সম্পর্কে নতুন দিল্লির চানক্যপুরীর সুষমা স্বরাজ ভবনে এক উচ্চস্তরীয় সম্মেলনের আয়োজন করলো। আন্তর্জাতিক মহলকে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টার্টেনমেন্ট সামিট (ওয়েভস) ২০২৫-এ উপযুক্ত ভাবে সামিল করে তোলার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন হল। মুম্বাইতে ১ থেকে ৪ মে, ২০২৫ ওয়েভস ২০২৫ অনুষ্ঠিত হবে। 

এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, তথ্য ও সম্প্রচার, রেল এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ প্রমুখ। সম্মেলনে যোগ দেন বিভিন্ন দেশের প্রায় ১০০ জন রাষ্ট্রদূত। 

এই সম্মেলনে গণমাধ্যম, বিনোদন এবং ডিজিটাল ক্ষেত্রের প্রসারে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং মহারাষ্ট্র সরকারের মধ্যে একটি সমঝোতাপত্র বিনিময় হয়। 

অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, সৃজনশীলতা, গণমাধ্যম এবং প্রযুক্তির পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া সারা বিশ্বেই সম্প্রচার ও বিনোদনের বিষয়টিকে আমূল বদলে দিচ্ছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের সৃজনশীল মানুষের সামনে এই ক্ষেত্রে উচ্চমানের বিষয়বস্তু তৈরির একটা বড় মঞ্চ হয়ে উঠবে ওয়েভস ২০২৫। সারা বিশ্বের প্রযুক্তি, গণমাধ্যম এবং বিনোদন জগতের কুশীলবদের ওয়েভস ২০২৫-এ যোগদানের আমন্ত্রণ জানানো হচ্ছে। 

কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জয়শঙ্কর তাঁর ভাষণে বলেন, ওয়েভস-এর মঞ্চে শিল্পমহল এবং নানা ক্ষেত্রে উদ্ভাবনশীল মানুষ পারস্পরিক মত বিনিময় ও সহযোগিতার সুযোগ পাবেন। অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে তার জেরে সাংস্কৃতিক জগতেও নতুন প্রবণতা চোখে পড়ছে। স্থানীয় চিন্তা-ভাবনার সঙ্গে বিশ্বায়িত দৃষ্টিভঙ্গীর মেলবন্ধন জরুরী। ওয়েভস ২০২৫ সম্পর্কে নিজের নিজের দেশের সরকারকে সম্মুখ ভাবে অবহিত করার জন্য ডঃ জয়শঙ্কর সমবেত রাষ্ট্রদূতদের প্রতি আবেদন রাখেন। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ভারতের আর্থিক এবং বিনোদন জগতের রাজধানী মুম্বাই ওয়েভস ২০২৫ আয়োজনের সবচেয়ে উপযুক্ত শহর। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি গড়ে তোলার উদ্যোগ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি মনে করেন। 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন বলেন, বিনোদন জগতের বিকাশের উপযোগী পরিমণ্ডল গড়ে তুলতে ভারত সরকার দায়বদ্ধ। 

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব শ্রী সঞ্জয় জাজু জানান, ওয়েভস ২০২৫-এর অঙ্গ হিসেবে কাহিনী ও আখ্যান বর্ণন এবং আরও নানা সৃজনশীল কর্মকান্ডের সুনির্দিষ্ট পরিসর তৈরি করা হবে। বাণিজ্যিক দিকটিকেও সমান ভাবে গুরুত্ব দিতে ব্যবস্থা করা হবে ওয়েভ বাজারের।   

 

SC/AC/AS


रिलीज़ आईडी: 2111404   |   Visitor Counter: 51

इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali-TR , Odia , English , Urdu , Nepali , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam