তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

ওয়েভস-২০২৫ : বিশ্ব মিডিয়া ও বিনোদন শিল্পে ভারতের নতুন পদক্ষেপ

সৃজনশীলতা, গণমাধ্যম ও প্রযুক্তির সংযোগ বিশ্ব মিডিয়ার চিত্রপট বদলে দিচ্ছে; নির্মাতাদের উচ্চমানের কনটেন্ট তৈরির প্ল্যাটফর্ম দেবে #ওয়েভস: কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।

The intersection of creativity, media and technology is transforming the media landscape of the world; WAVES will give creators platform to create high value content: Union Minister Ashwini Vaishnaw


“ওয়েভস-২০২৫ গণমাধ্যম ও বিনোদন শিল্পের আলোচনা, সহযোগিতা ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দু হবে”: কেন্দ্রীয় মন্ত্রী ড. এস জয়শঙ্কর।

Posted On: 13 MAR 2025 7:44PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৩ মার্চ ২০২৫: বিশ্বের মিডিয়া ও বিনোদন শিল্পে ভারতের অবস্থানকে সুদৃঢ় করতে এবং সৃজনশীলতা, প্রযুক্তি ও মিডিয়ার সংযোগকে সামনে আনতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ‘ওয়েভস-২০২৫’ (WAVES-2025)-এর আয়োজন করছে। মুম্বাইয়ে ১ থেকে ৪ মে ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা এই ঐতিহাসিক শিখর সম্মেলন বিশ্বব্যাপী সৃজনশীল ব্যক্তি, শিল্পপতি, মিডিয়া পেশাদার, শিল্পী এবং নীতিনির্ধারকদের একত্রিত করবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘ওয়েভস-২০২৫’ নিয়ে আজ নয়াদিল্লির ‘সুষমা স্বরাজ ভবনে’ এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে তথ্য ও সম্প্রচার, রেল এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব, বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. এল. মুরুগান সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রায় ১০০ জন বিদেশি রাষ্ট্রদূত ও হাই কমিশনার এই অনুষ্ঠানে অংশ নেন।

বৈঠকের মূল আকর্ষণ ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও মহারাষ্ট্র সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষর, যা মিডিয়া, বিনোদন ও ডিজিটাল সংযোগকে আরও মজবুত করবে।

বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, "সৃজনশীলতা, মিডিয়া ও প্রযুক্তির সংযোগ বিশ্বব্যাপী মিডিয়া শিল্পকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। ‘ওয়েভস-২০২৫’ এর মূল লক্ষ্য হচ্ছে, বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রের সৃষ্টিশীল ব্যক্তিদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা, যেখানে তারা উচ্চমূল্যের কনটেন্ট তৈরি করতে পারবেন।" তিনি আরও জানান, "বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি, মিডিয়া ও বিনোদন ব্যক্তিত্বদের ‘ওয়েভস-২০২৫’-এ আমন্ত্রণ জানানো হচ্ছে, যাতে তারা এই উদ্যোগে অংশ নিয়ে গ্লোবাল ক্রিয়েটর ইকোনমির অগ্রগতিতে ভূমিকা রাখতে পারেন।”

বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেন, "‘ওয়েভস-২০২৫’ মিডিয়া ও বিনোদন শিল্পের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শিল্পপতি, সংশ্লিষ্ট সমস্ত অংশীদার এবং উদ্ভাবকদের একত্রিত করে আলোচনা, সহযোগিতা ও নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপনের সুযোগ করে দেবে। এই সামিট শিল্পের ভবিষ্যতকে পুনর্গঠিত করতে সাহায্য করবে।"

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, "মুম্বাই, ভারতের অর্থনৈতিক ও বিনোদন রাজধানী হওয়ার কারণে ‘ওয়েভস-২০২৫’ আয়োজনের জন্য এটি সর্বোত্তম স্থান। প্রযুক্তিগত অগ্রগতি ও সামাজিক পরিবর্তনে মিডিয়ার ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরার জন্য ‘ওয়েভস-২০২৫’ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।" তিনি আরও বলেন, "‘ওয়েভস-২০২৫’ শুধু একটি ইভেন্ট নয়, এটি একটি আন্দোলন, যা মিডিয়ার পরিবর্তনশীল ভূমিকা এবং সামাজিক রূপান্তরকে তুলে ধরবে।"

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. এল মুরুগান বলেন, “‘ওয়েভস-২০২৫’ বৈশ্বিক মিডিয়া কোম্পানিগুলোর জন্য ভারতের সৃজনশীল খাতের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে। এটি যৌথ উদ্যোগ, সহ-প্রযোজনা ও ব্যবসা সম্প্রসারণের পথ প্রশস্ত করবে|” তিনি আরও বলেন, “ভারত সরকার মিডিয়া ও বিনোদন শিল্পের বিকাশে অনুকূল পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে ব্যবসার সুযোগ-সুবিধা, কনটেন্ট লোকালাইজেশন এবং পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে|”

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু বলেন, "‘ওয়েভস-২০২৫’ হল বিশ্ব মিডিয়া ও বিনোদন শিল্পের জন্য প্রথম সার্বিক প্ল্যাটফর্ম, যেখানে ঐতিহ্যবাহী এবং আধুনিক মিডিয়া একসঙ্গে কাজ করবে। আমাদের লক্ষ্য হল বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা এবং ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন কনটেন্ট নির্মাণ করা।"

এই সামিটের মূল আকর্ষণ হিসেবে থাকবে গ্লোবাল মিডিয়া ডায়ালগ, যেখানে মন্ত্রীরা এবং নীতিনির্ধারকরা মিডিয়া ভবিষ্যতের নীতি নির্ধারণ করবেন। এছাড়া থট লিডারস ট্র্যাক, ওয়েভস প্রদর্শনী, ভারত প্যাভিলিয়ন, ‘ওয়েভস-বাজার’ এবং ওয়েভ-এক্সেলারেটর (WaveXcelerator)-এর মাধ্যমে মিডিয়া স্টার্টআপদের জন্য বিনিয়োগ এবং পরামর্শের সুযোগ সৃষ্টি হবে।

‘ওয়েভস-২০২৫’ বিশ্বব্যাপী মিডিয়া ও বিনোদন শিল্পকে একত্রিত করে নতুন সহযোগিতার পথ খুলে দেবে। প্রযুক্তির উন্নয়ন ও মিডিয়ার ভূমিকার বিবর্তনকে সামনে রেখে এই সম্মেলন হবে এক নতুন দিগন্তের সূচনা, যা আন্তর্জাতিক স্তরে ভারতের মিডিয়া শিল্পকে আরও শক্তিশালী করবে।

‘ওয়েভস-২০২৫’ শুধু মিডিয়া ও বিনোদন শিল্পের বিকাশে সীমাবদ্ধ থাকবে না, এটি বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক একতা ও সহযোগিতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ যেমন—কৃত্রিম বুদ্ধিমত্তা, স্ট্রিমিং বিপ্লব, মিথ্যা তথ্য, এবং মিডিয়ার স্থায়িত্বশীলতা ইত্যাদি নিয়ে ‘ওয়েভস-২০২৫’-এ তা নিয়ে আলোচনা হবে।

‘ওয়েভস-২০২৫’-এর মূল লক্ষ্য হল সৃজনশীলতার মাধ্যমে বিভিন্ন জাতি, সংস্কৃতি ও জনগণের মধ্যে সংযোগ স্থাপন করা। ‘ওয়েভস-২০২৫’ শুধুমাত্র একটি ইভেন্ট নয়, এটি এক বিশ্বজনীন আন্দোলন, যা সৃজনশীল শিল্পকে ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং বিশ্বমানের সাংস্কৃতিক একতা গড়ে তুলতে চায়।

 

SKC/ADK/KMD


(Release ID: 2111572) Visitor Counter : 9


Read this release in: English