প্রধানমন্ত্রীরদপ্তর
ডঃ শঙ্কর রাও তাতওয়াওয়াদি জির প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
Posted On:
13 MAR 2025 8:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ মার্চ ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডঃ শঙ্কর রাও তাতওয়াওয়াদি জির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। শ্রী মোদী বলেছেন, ডঃ শঙ্কর রাও তাতওয়াওয়াদি জি দেশ গঠন এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। দেশ এবং দেশের বাইরে বেশ কয়েকবার তাঁর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ডঃ শঙ্কর রাও তাতওয়াওয়াদি জি আরএসএস-এর আদর্শের প্রতি উৎসর্গীকৃত ছিলেন। তরুণ প্রজন্মের মনে তিনি সর্বদাই অনুসন্ধিৎসার প্রবনতা জাগিয়ে তুলতেন। বিএইচইউ-র সঙ্গে তাঁর দীর্ঘ অনুষঙ্গের কথা শিক্ষার্থী এবং গবেষণকরা মনে রাখবেন। বিজ্ঞান, সংস্কৃত এবং আধ্যাত্মিকতা - সব বিষয়েই ছিল তাঁর আগ্রহ।
এই মর্মে এক্স পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
SC/AC/AS
(Release ID: 2111403)
Visitor Counter : 6