নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
azadi ka amrit mahotsav

১০০ গিগাওয়াট সৌরশক্তি ক্ষমতার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ভারত

Posted On: 07 FEB 2025 2:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

 

ভারত সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় ১০০ গিগাওয়াট অতিক্রম করে যাওয়ার ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে ভারতের বিশ্ব নেতৃত্বের স্থান দখলের লক্ষ্যকে এই সাফল্য শক্তিশালী করল। পরিচ্ছন্ন জ্বালানি এবং সবুজের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে দেশের দায়বদ্ধতার এই সাফল্য এক সাক্ষ্যপ্রমাণ স্বরূপ। এটা প্রধানমন্ত্রী নির্দেশিত ২০৩০ সালের মধ্যে অজৈব জ্বালানি-ভিত্তিক ৫০০ গিগাওয়াট উচ্চাকাঙ্ক্ষী শক্তি উৎপাদনের লক্ষ্যে ভারতের লক্ষ্য পূরণের পথকে এগিয়ে নিয়ে যাবে।

কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত এক দশক ধরে ভারতের শক্তিক্ষেত্রে জয়যাত্রা ঐতিহাসিক এবং অনুপ্ররণাদায়ক। সৌর প্যানেল, সৌর পার্ক এবং বাড়ির ছাদে সৌর প্রকল্প গড়ে তোলার উদ্যোগ এই বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। 

সৌরশক্তি ক্ষেত্রে ভারতের দক্ষতা ৩৪৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের ২ গিগাওয়াট থেকে ২০২৫ সালের মধ্যে তা ১০০ গিগাওয়াট শক্তি উৎপাদনের লক্ষ্যে পৌঁছেছে। ২০২৪ সালে বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে প্রসার লাভ করেছে। ৪.৫৯ গিগাওয়াট নতুন উৎপাদন ক্ষমতা স্থাপন করা হয়েছে। ২০২৩ সালের তুলনায় এই বৃদ্ধির হার ৫৩ শতাংশ। বর্তমানে প্রায় ৯ লক্ষ বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। সারা দেশজুড়ে স্বচ্ছ জ্বালানি উৎপাদনের সমাধানসূত্র হিসেবে তা এক ইতিবাচক দিক হয়ে দাঁড়িয়েছে।

 

SC/AB/DM


(Release ID: 2100936) Visitor Counter : 104