তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের সাংগীতিক ঐতিহ্যের উদযাপন : আকাশবাণী এবং সংস্কৃতি মন্ত্রকের যৌথ উদ্যোগে ধ্রুপদী সঙ্গীতের ধারাবাহিক ‘হর কণ্ঠ মে ভারত’-এর সূচনা

Posted On: 02 FEB 2025 4:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০২ ফেব্রুয়ারি, ২০২৪


বসন্ত পঞ্চমীর দিনে নতুন দিল্লির ব্রডকাস্টিং হাউজে পন্ডিত রবিশঙ্কর মিউজিক স্টুডিওয় ‘হর কণ্ঠ মে ভারত’ শীর্ষক ধ্রুপদী সঙ্গীতের ধারাবাহিকের সূচনা হল। 

আকাশবাণী ও কেন্দ্রীয়  সংস্কৃতি মন্ত্রকের যৌথ পরিবেশনায় এই অনুষ্ঠান ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত আকাশবাণীর ২১টি কেন্দ্র থেকে সকাল ৯:৩০ মিনিটে সম্প্রচার করা হচ্ছে। 

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রকের সচিব শ্রী অরুণীশ চাওলা, প্রসারভারতীর সিইও শ্রী গৌরব দ্বিবেদী, আকাশবাণীর মহানির্দেশক ডঃ প্রজ্ঞা পালিওয়াল গৌর প্রমুখ।

স্বাগত ভাষণে আকাশবাণীর মহানির্দেশক নতুন এই ধারাবাহিকের তাৎপর্য ব্যাখ্যা করেন। ডিজিটাল মাধ্যমে তার সূচনা করেন সংস্কৃতি সচিব এবং প্রসারভারতীর সিইও।

মূল ভাষণে সংস্কৃতি সচিব অরুণীশ চাওলা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে পরিবেশনমূলক যাবতীয় শিল্পকৃতির সংরক্ষণ বিশেষভাবে প্রাসঙ্গিক।

অনুষ্ঠানে সরস্বতী বন্দনা এবং রাগ বসন্ত পরিবেশন করা হয়।

 

SC/AC/SKD


(Release ID: 2099136) Visitor Counter : 27