তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

সংস্কৃতি মন্ত্রকের সঙ্গে যৌথভাবে আকাশবাণী 'হর কন্ঠ মেঁ ভারত’ শীর্ষক শাস্ত্রীয় সঙ্গীত ধারাবাহিক অনুষ্ঠান এর সূচনা

Posted On: 02 FEB 2025 4:43PM by PIB Agartala

নয়াদিল্লি, ২ফেব্রুয়ারি, ২০২৫: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সঙ্গে যৌথভাবে হর কন্ঠ মেঁ ভারত শীর্ষক শাস্ত্রীয় সঙ্গীত কেন্দ্রিক ধারাবাহিক অনুষ্ঠান চালু করতে চলেছে আকাশবাণী। বসন্ত পঞ্চমীর পুণ‍্য আবহে আকাশবাণীর সম্প্রচার ভবনের পণ্ডিত রবিশঙ্কর মিউজিক স্টুডিওতে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন বেতার ধারাবাহিকের সূচনা হয়। বায়ু তরঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অগুণতি আবহে বিশেষভাবে সাজানো এই ধারাবাহিক অনুষ্ঠান ‘হর কন্ঠ মেঁ ভারত’!


যৌথ উদ্যোগে প্রযোজিত এই অনুষ্ঠানটি আগামী ১৬ ফেব্রুয়ারী,২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে একযোগে সারাদেশের একুশটি কেন্দ্র প্রচার করবে। দেবী সরস্বতীকে পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে আজ সকাল সাড়ে দশটায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সচিব শ্রী অরুনীষ চাওলা, প্রসার ভারতীর সি ই ও শ্রী গৌরব দ্বিবেদী, আকাশবাণীর মহা নির্দেশক ড. প্রজ্ঞা পালিওয়াল গৌর, সংস্কৃতি মন্ত্রকের যুগ্ম সচিব শ্রীমতী অমিত প্রসাদ সারভাই এবং দূরদর্শনের মহানির্দেশক শ্রীমতী কাঞ্চন প্রসাদ।  

স্বাগত ভাষণে আকাশবাণীর মহা নির্দেশক ড. প্রজ্ঞা পালিওয়াল গৌর বসন্ত পঞ্চমীর আধ্যাত্মিক তাৎপর্য অনুসারে বসন্ত  ঋতুর আগমনে লক্ষ্মী ও সরস্বতীর বিরল প্রতিকী যোগসূত্রের উপর আলোকপাত করেন। এই অনুষ্ঠানের মূল ভাবনা এবং অনুষ্ঠান সূচির তথ্য তুলে ধরে তিনি আশা ব্যক্ত করেন,  এই যৌথ প্রয়াস ফলপ্রসূ হতে চলেছে।  

ধারাবাহিক অনুষ্ঠান ‘হর কন্ঠ মেঁ ভারত’এর ডিজিট্যাল অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সচিব শ্রী অরুনীষ চাওলা, প্রসার ভারতীর সি ই ও শ্রী গৌরব দ্বিবেদী। বিশেষ উদ্বোধনী বক্তব্যে শ্রী দ্বিবেদী দশকের পর দশক ধরে সারা দেশের মানুষকে মুগ্ধ করে রাখা আকাশবাণীর ঐতিহাসিক ভূমিকা নিয়ে আলোকপাত করেন। আজকের শুভারম্ভের মাধ্যমে সৃজনশীল অংশিদারিত্ব নতুন নতুন দিগন্ত উন্মোচনে সাহায্য করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।      

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রায়োগিক শিল্পধারা সমূহ :
সংস্কৃতি মন্ত্রকের সচিব তাঁর মূল্যবান ভাষণে এই সহযোগিতার প্রেক্ষাপট সংক্রান্ত বিস্তারিত ভাবনা তুলে ধরেন। মন্ত্রকের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বর্তমানের কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রায়োগিক শিল্পধারা সমূহ সংরক্ষণের কথাও বলেন তিনি। এরকম প্রকল্পে পরবর্তী প্রজন্মকে যুক্ত করার প্রয়াস সেই অভিমুখেই সমাধানের পথ দেখাবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। সংস্কৃতি মন্ত্রক এই যৌথ উপস্থাপনার অভিজ্ঞতা জানার জন্য উন্মুখ হয়ে আছে বলেও জানান শ্রী চাওলা।

সার্বিক অনুষ্ঠানের মাঝখানে মঞ্চে সরাসরি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজনও ছিল। এতে সরস্বতী বন্দনা এবং বসন্ত রাগে কন্ঠ সঙ্গীতের জাদু ষ্টুডিওতে উপস্থিত শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে দেয়। ‘দেশ’ রাগে রোমাঞ্চকর সরোদ পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অন্যতম প্রাপ্তি।    

***

SKC/SB/PS/KMD


(Release ID: 2099060) Visitor Counter : 29


Read this release in: English