অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ছোট মডিউলার রিয়্যাক্টার সংক্রান্ত গবেষণা ও বিকাশের লক্ষ্যে সূচনা হবে পরমাণু শক্তি মিশনের : বাজেট ২০২৫-২৬

Posted On: 01 FEB 2025 12:58PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি ২০২৫

 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে পেশ হওয়া বাজেট ২০২৫-২৬-এ ছোট মডিউলার রিয়্যাক্টার সংক্রান্ত গবেষণা ও বিকাশের লক্ষ্যে পরমাণু শক্তি মিশন চালু করার কথা বলেছেন। এজন্য খরচ ধরা হয়েছে ২০,০০০ কোটি টাকা। ২০৩৩ নাগাদ দেশে নির্মিত এধরনের ৫টি রিয়্যাক্টার কাজ শুরু করবে বলে তিনি জানিয়েছেন। 

শ্রীমতী সীতারমন বলেন, জ্বালানি সংক্রান্ত রূপান্তরের ক্ষেত্রে ২০৪৭ নাগাদ অন্তত ১০০ গিগাওয়াট পরমাণু শক্তির উৎপাদন জরুরি। এই কাজে বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য পরমাণু শক্তি আইন এবং পরমাণু শক্তিজনিত ক্ষতি মোকাবিলার নাগরিক দায়বদ্ধতা আইনের পরিমার্জন করা হবে। 

বাজেটে আরও বলা হয়েছে যে, বিদ্যুৎ বিতরণ ক্ষেত্রে সংস্কার এবং আন্তঃরাজ্য সংবহন ব্যবস্থাপনাকে আরও প্রসারিত করতে রাজ্যগুলিকে উৎসাহিত করা হবে। এর ফলে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। এসংক্রান্ত সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যগুলিকে নিজেদের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ০.৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ঋণের সুযোগ দেওয়া হবে। 

 

SC/AC/AS


(Release ID: 2098563) Visitor Counter : 14