তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

মহাকুম্ভ ২০২৫ – নতুন ফৌজদারি আইন নিয়ে প্রয়াগরাজে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ডিজিটাল প্রদর্শনী

Posted On: 21 JAN 2025 8:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জানুয়ারি, ২০২৫ 

 

প্রয়াগরাজে মহাকুম্ভে ত্রিবেণী মার্গ এলাকায় দেশের ৩টি নতুন ফৌজদারি আইন – ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ সম্পর্কে সাধারণ মানুষকে আরও ভালোভাবে অবহিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে ডিজিটাল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 
এছাড়াও, এই প্রদর্শনীতে কেন্দ্রীয় সরকারের নতুন নীতি এবং ভারতীয় সংবিধানের নানা দিক ফুটিয়ে তোলা হচ্ছে অ্যানাফরফিক ওয়াল, এলইডি টিভি এবং হলোগ্রাফিক সিলিন্ডারের মাধ্যমে। দৃশ্য-শ্রাব্য পদ্ধতিতে সহজ-সরল ভাষায় এই বিষয়গুলিকে উপস্থাপন করা হচ্ছে। 
নতুন তিনটি ফৌজদারি আইন বিচার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, দক্ষ ও প্রাসঙ্গিক করে তোলার লক্ষ্যে প্রণীত হয়েছে। সাইবার অপরাধের মতো সাম্প্রতিক নানা চ্যালেঞ্জের মোকাবিলায় সেখানে সুনির্দিষ্ট সংস্থান রয়েছে। 

 

SC/AC/SB


(Release ID: 2095051) Visitor Counter : 5