প্রধানমন্ত্রীরদপ্তর
মিশন স্কট-এর সাফল্যে ভারতীয় মহাকাশ গবেষণা সম্পর্কিত স্টার্ট-আপ ‘দিগন্তরা’-র উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
Posted On:
17 JAN 2025 11:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ জানুয়ারি, ২০২৫
মিশন স্কট-এর সাফল্যের ঘটনায় ভারতীয় মহাকাশ গবেষণা সম্পর্কিত স্টার্ট-আপ ‘দিগন্তরা’-র বিশেষ প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ক্রমপ্রসারমান ভারতীয় মহাকাশ শিল্পের ইতিহাসে এ হল এক গুরুত্বপূর্ণ অবদান তথা সংযোজন। এর ফলে, মহাকাশ পরিস্থিতি সম্পর্কে সকলের মধ্যে সচেতনতার বিশেষ প্রসার ঘটবে।
সমাজমাধ্যমে দিগন্তরা-র পক্ষ থেকে তুলে ধরা এক বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রীর মন্তব্য :
“মিশন স্কট-এর সাফল্যে মহাকাশ স্টার্ট-আপ সংস্থা দিগন্তরা-কে আমি সাধুবাদ জানাই। ক্রমপ্রসারমান ভারতীয় মহাকাশ শিল্পের ইতিহাসে এ হল এক গুরুত্বপূর্ণ অবদান যা মহাকাশ পরিস্থিতি সম্পর্কে সচেতনতারও প্রসার ঘটাবে বলে আমি মনে করি।”
SC/SKD/DM
(Release ID: 2094213)
Visitor Counter : 13