তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

মহাকুম্ভ উপলক্ষে আকাশবাণী ও দূরদর্শনের তৈরি গানের সূচনা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের

प्रविष्टि तिथि: 08 JAN 2025 8:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ জানুয়ারি , ২০২৫

 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার, রেল এবং ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে মহাকুম্ভ ২০২৫ উপলক্ষে আকাশবাণী ও দূরদর্শনের সৃষ্টি দুটি গানের সূচনা করেন। এই গানের বিষয়বস্তু হল “মহাকুম্ভ হ্যায়”। গানটি গেয়েছেন পদ্মশ্রী জয়ী শ্রী কৈলাশ খের এবং লিখেছেন আলোক শ্রীবাস্তব। গানটির মাধ্যমে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং মহাকুম্ভ মেলার চিরন্তন তাৎপর্য তুলে ধরা হয়েছে। গানটির ভিডিও এখন দূরদর্শন এবং এর ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে। 

প্রয়াগরাজ মহাকুম্ভের প্রতি উৎসর্গ করা আকাশবাণীর বিশেষ গানের সূচনা

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রয়াগরাজ মহাকুম্ভের প্রতি উৎসর্গ করা আকাশবাণীর একটি বিশেষ গানেরও সূচনা করেন। এতে মহাকুম্ভের আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় তাৎপর্য তুলে ধরা হয়েছে। গানটি গেয়েছেন বিশিষ্ট শিল্পী রতন প্রসন্ন এবং লিখেছেন অভিনয় শ্রীবাস্তব। 


SC/ MP /NS


(रिलीज़ आईडी: 2091383) आगंतुक पटल : 57
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Nepali , Assamese , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam