তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
মহাকুম্ভ সংগীত: আকাশবাণী ও দূরদর্শন প্রযোজিত একজোড়া থিম সংগীতের প্রকাশ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব
Posted On:
08 JAN 2025 8:28PM by PIB Agartala
নয়াদিল্লি, ৮ জানুয়ারী, ২০২৫: প্রয়াগরাজের গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে আগামী ১৩ই জানুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় মহা কুম্ভ মেলার প্রস্তুতি এখন তুঙ্গে। প্রশাসনিক, আরক্ষা, যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আকাশবাণী ও দূরদর্শনও এই উৎসব অনুষ্ঠান সম্প্রচারের প্রস্তুতি নিয়েছে। দূরদর্শন ও আকাশবাণী মহা কুম্ভের জন্য বিশেষ থিম সঙ্গীত প্রকাশ করেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে এই দুটি থিম সঙ্গীত প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান শ্রী নবনীত কুমার সেহগাল, প্রসার ভারতীর সিইও শ্রী গৌরব দ্বিবেদী, দূরদর্শনের মহানির্দেশক শ্রীমতি কাঞ্চন প্রসাদ এবং আকাশবাণীর মহানির্দেশক শ্রীমতি প্রজ্ঞা পালিওয়াল গৌর।
বিশিষ্ট পদ্মশ্রী কৈলাশ খেরের গাওয়া দূরদর্শন প্রযোজিত সংগীতটি ভক্তি, উদযাপন এবং মহান মহাকুম্ভ-এর প্রাণবন্ত সাংস্কৃতিক সারবত্তাকে ধারণ করে রচনা করা হয়েছে। সুখ্যাত লেখক আলোক শ্রীবাস্তবের প্রাঞ্জল কথায় এবং শ্রী 'ক্ষিতিজ তার' ব্যবস্থাপনায় আত্ম-আন্দোলিত সুর ও সঙ্গীত যন্ত্রের মূর্ছনায় কৈলাশ এর গভীর গায়কী যেন মহা কুম্ভের অন্তর্নিহিত বিশ্বাস, ঐতিহ্য এবং উৎসবের সঙ্গমকে যেন প্রকাশ করেছে। ঐতিহ্যবাহী সুর এবং আধুনিক ব্যবস্থার একটি সুরেলা মিশ্রণ, "মহাকুম্ভ হ্যায়" সংগীত ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং মহাকুম্ভ মেলার কালজয়ী তাৎপর্যের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে। "মহাকুম্ভ হ্যায়"-এর অফিসিয়াল মিউজিক ভিডিওটি এখন দূরদর্শন এবং এর ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
"জয় মহাকুম্ভ জয় মহাকুম্ভ, পাগ পাগ জয়কারা মহাকুম্ভ।".....
মহাকুম্ভকে উৎসর্গ করে আকাশবাণীর একটি বিশেষ সংগীতেরও উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এই অনন্য গানটি সঙ্গীত এবং গীতিকবিতার সমন্বিত উপস্থাপনার মাধ্যমে মহাকুম্ভ-এর আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় তাৎপর্যকে তুলে ধরেছে। এই গানটি প্রয়াগরাজের পবিত্র ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিতব্য মহাকুম্ভ-এর জাঁকজমকের প্রতি শ্রদ্ধাঞ্জলি। একজন ভক্তের দৃষ্টিকোণ থেকে, এই সঙ্গীত শিল্পকর্মটি বিশ্বখ্যাত এই মানব সমাবেশের সারমর্মকে প্রতিফলিত করে। কুম্ভের আগমন প্রয়াগরাজের ভূমির জন্য গর্বের মুহূর্ত, যা লক্ষ লক্ষ ভক্তের শ্রদ্ধা প্রকাশের মন্তব্যে অনুরণিত হয়। অভিনয় শ্রীবাস্তবের লেখা এই সংগীতে ঈশ্বরের সাথে আধ্যাত্মিক সংযোগের প্রেরণাদায়ী কথাগুলো সন্তোষ নাহার এবং রতন প্রসন্নের সংগীত মূর্ছনায় ও রতন প্রসন্নের সুরেলা কণ্ঠে প্রাণবন্ত এক উপস্থাপনার উপহার এই সংগীত।
***
SKC/ADK/KMD
(Release ID: 2091390)
Visitor Counter : 15