মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
                
                
                
                
                
                    
                    
                        অরুণাচল প্রদেশে শি ইয়োমি জেলায় ১৮৬ মেগাওয়াটের ট্যাটো-১ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য বিনিয়োগ প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন, ১৭৫০ কোটি টাকা ব্যয় বরাদ্দ, ৫০ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                25 NOV 2024 8:50PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুন দিল্লি, ২৫ নভেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অরুণাচল প্রদেশে শি ইয়োমি জেলায় ১৮৬ মেগাওয়াটের ট্যাটো-১ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য ১৭৫০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ৫০ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
১৮৬ মেগাওয়াট (৩x৬২ মেগাওয়াট)-এর এই প্রকল্প থেকে ৮০ কোটি ২০ লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে। এই বিদ্যুৎ অরুণাচল প্রদেশের চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। 
অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে নর্থ ইস্টার্ন ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনইইপিসিও) যৌথভাবে এই প্রকল্প রূপায়ণ করবে। সড়ক, সেতু ও বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণের জন্য ভারত সরকার ৭৭.৩৭ কোটি টাকা বাজেট সহায়তা হিসেবে দেবে। এছাড়া রাজ্যের ইক্যুইটি শেয়ার মূলধনে কেন্দ্রীয় সহায়তা বাবদ দেওয়া হবে ১২০.৪৩ কোটি টাকা। 
এখান থেকে রাজ্য ১২ শতাংশ বিদ্যুৎ বিনামূল্যে পাবে, আরও ১ শতাংশ পাওয়া যাবে স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল বাবদ। এছাড়া এই প্রকল্পের সুবাদে ওই অঞ্চলের পরিকাঠামো ও আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।
প্রকল্পের আওতায় প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ সেতু ও সড়ক গড়ে তোলা হবে। স্থানীয় মানুষজন এগুলি ব্যবহারের সুবিধা ভোগ করবেন। এছাড়া ওই এলাকায় গড়ে উঠবে হাসপাতাল, স্কুল, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বাজার, খেলার মাঠের মতো বিভিন্ন অত্যাবশ্যক পরিকাঠামো। এজন্য প্রকল্পের তহবিল থেকে ১৫ কোটি টাকা আলাদা করে সরিয়ে রাখা হবে। স্থানীয় মানুষজন কর্মসংস্থানের সুযোগ পাবেন। বিভিন্ন ধরণের ক্ষতিপূরণ এবং কোম্পানীগুলির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির সুফলও ভোগ করবেন তারা।
 
PG/SD/SKD
                
                
                
                
                
                (Release ID: 2077406)
                Visitor Counter : 53
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Nepali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Tamil 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam