তথ্যওসম্প্রচারমন্ত্রক
'ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো'- ৪৮ ঘন্টার মধ্যে চলচ্চিত্র নির্মাণের মঞ্চে উঠে এলেন বেশ কয়েকজন উজ্জ্বল ও তরুণ প্রতিভা
প্রযুক্তির সঙ্গে মানুষের সম্পর্কের মতো বিষয়বস্তুকে কেন্দ্র করে তৈরি 'গুল্লু' ছবিটি পুরস্কৃত হয় স্বল্প দৈর্ঘ্যের শ্রেষ্ঠ চলচ্চিত্র রূপে
নতুন দিল্লি, ২৪ নভেম্বর ২০২৪
ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো (সিএমওটি)-র সমাপ্তি অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হল ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বুদ্ধিদীপ্ত তরুণ মেধার উৎসাহ উদ্দীপনা এবং তার সঙ্গে সঙ্গতি বজায় রেখে এক মনোরম পরিবেশের মধ্য দিয়ে অবসান ঘটলো নিরলস ৪৮ ঘন্টার এক অবিস্মরণীয় মুহূর্ত।
ভারতের সম্ভাবনাময় ও প্রতিশ্রুতি সম্পন্ন তরুণ চলচ্চিত্র নির্মাতাদের অন্বেষণ এবং তাঁদের উৎসাহদানের ক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আবহে সিএমওটি হল এক বিশেষ মঞ্চ। এবছরের উৎসবটি তাৎপর্যপূর্ণ ভাবে এক বিশেষ মাইলফলক অতিক্রম করল। ১৩টি বিভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ১০০-রও বেশি তরুণ মেধার পরিচিতি উঠে এলো সিএমওটি-র মঞ্চে। এর আগের বছর এই বিশেষ কর্মসূচিটিতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৭৫-এর মতো। কিন্তু এবারের উৎসবে সিএমওটি-র মঞ্চে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এন্ট্রির সংখ্যা ছিল প্রায় ১,০৭০টি। এগুলি যুক্ত ছিল চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত ১৩টি ভিন্ন ভিন্ন বিষয়ের সঙ্গে।
এবারের এই কর্মসূচির ৪৮টি ঘন্টা ছিল প্রকৃত পক্ষে তরুণ মেধা আবিষ্কারের এক চ্যালেঞ্জ বিশেষ। সংশ্লিষ্ট অংশগ্রহণকারীরা ৫টি দলে বিভক্ত হয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরির কৃতিত্ব দেখিয়েছে। প্রত্যেকটি দলে ছিলেন ২০ জন করে সদস্য। 'প্রযুক্তির যুগে সম্পর্কের টানাপোড়েন'-এর মতো একটি বিষয়কে অবলম্বন করে নির্মিত স্বল্প দৈর্ঘ্যের ছবিগুলি সিএমওটি-র মঞ্চে উপস্থাপিত হয়। ২১ থেকে ২৩ নভেম্বর প্রদর্শিত হয় এই ছবিগুলি পাঞ্জিমের ৪ কিলোমিটার ব্যাসার্ধের ১২টি ভিন্ন ভিন্ন স্থানে। প্রতিটি দলের সৃজনশীলতা, ধৈর্য ও অধ্যবসায়ের এক বিশেষ ঝলক প্রত্যক্ষ করেন উপস্থিত দর্শকরা। ৪৮ ঘন্টার এই চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জে শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয় 'গুল্লু'। অন্যদিকে শ্রেষ্ঠ ছবি (রানার্স আপ) ঘোষণা করা হয় 'উই হিয়ার দ্য সেম মিউজিক' ছবিটিকে।
শ্রেষ্ঠ পরিচালক হিসেবে নাম ঘোষণা করা হয় আরশালী জোস-এর তাঁর 'গুল্লু' ছবিটির জন্য।
শ্রেষ্ঠ স্ক্রিপ্ট রাইটার হিসাবে নাম ঘোষণা করা হয় অভিরাজ বোসের তাঁর 'লাভপিক্স সাবসক্রিপশন' ছবিটির জন্য।
শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হন বিশাখা নায়ার (লাভপিক্স সাবসক্রিপশন)।
শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে পুরস্কিত হন পুষ্পেন্দ্র কুমার (গুল্লু)।
শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা রূপে পুরস্কৃত শ্রীমতী আরশালী জোশ বলেন : "এই সাফল্য শুধু আমার একার নয়, সমগ্র টিমের। সত্যিকথা বলতে কি আমাদের এই ছবিটির মূল নায়ক কিন্তু স্ক্রিপ্ট। সেটি যখন আমি পড়ে দেখলাম তখনই আমার উপলব্ধি হল যে একটা বিশেষ কিছু আমরা করতে যাচ্ছি। আমাদের এই দলটির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমি বিস্মৃত হব না।"
এই তরুণ চলচ্চিত্র প্রতিভাদের যাঁরা পথ দেখিয়েছেন তাঁরা হলেন চিদানন্দ নায়েক, অখিল লোটলিকার, সুবর্ণ দাস, অক্ষিতা ভোরা এবং কৃষ্ণা দুসানে। এঁরা সকলেই এর আগের বছরে সিএমওটি বিভাগে তাঁদের চলচ্চিত্র প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন।
এবারের অংশগ্রহণকারীদের ভূয়সী প্রশংসা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু। তিনি বলেন : "প্রচন্ড চাপের এবং ৪৮ ঘন্টার সময়সীমার মধ্যে এই ধরনের উল্লেখ করার মতো ছবি নির্মাণ সকলের প্রচেষ্টার সাফল্যকেই চিহ্নিত করে। তাই এখানে অংশগ্রহণকারীদের সকলেই এককথায় বিজয়ী।"
শ্রী জাজু আরও বলেন : "এবছর আমরা ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে উৎসর্গ করেছি অতীত এবং ভবিষ্যতের প্রবাদ প্রতীমদের উদ্দেশে। ফিল্ম বাজার এবং সাদর অভ্যর্থনা প্রতিশ্রুতিময় চলচ্চিত্র নির্মাতাদের স্বপ্নকে সফল করার রসদ যুগিয়েছে।"
চলচ্চিত্র শিল্পের সুযোগ-সুবিধাকে সরাসরি তরুণ পরিচালক ও অভিনেতাদের কাছে পৌঁছে দেওয়ার কাজে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ যে বিশেষ ভূমিকা পালন করেছে তার সপ্রশংস উল্লেখ করেন অভিনেতা অমিত সাধ। এবারের সিএমওটি কর্মসূচিতে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিশেষ সচিব নীরজা শেখর, সম্প্রচার দপ্তরের যুগ্ম সচিব তথা এনএফডিসি-র ম্যানেজিং ডিরেক্টর পৃথুল শেখর, চলচ্চিত্র বিভাগের যুগ্ম সচিব বৃন্দা দেশাই এবং প্রাক্তন তথ্য ও সম্প্রচার সচিব অপুর্ব চন্দ্র। বিশিষ্ট লেখক এবং গ্র্যান্ড জুরি সদস্য সম্রাট চক্রবর্তীও উপস্থিত ছিলেন এদিনের মঞ্চে।
প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে ঘোষিত হয় বিজয়ীদের নাম। শর্টস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা তথা সদস্য কার্টার পিলচার অংশগ্রহণকারীদের প্রশংসা করে বলেন, এবছর নির্মিত ছবিগুলির মান ও বিষয়বস্তু ছিল এক কথায় অপূর্ব।
যুক্ত রাজ্যের শর্টস ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সঙ্গে সহযোগিতাক্রমে আয়োজিত হয় ৪৮ ঘন্টার এই চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জ কর্মসূচিটি।
এবছরের সিএমওটি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উজ্জ্বল প্রতিভাই শুধু তুলে ধরেনি, একই সঙ্গে তা এই তরুণ প্রতিভাদের আবিস্কারের এক বিশেষ মঞ্চ রূপে উঠে এসেছে। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের এবিষয়ে ভূমিকাও বিশেষ উল্লেখের দাবি রাখে।
PG/SKD/AS
(Release ID: 2076729)
Visitor Counter : 30
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Konkani
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam