স্বরাষ্ট্র মন্ত্রক
নতুন দিল্লিতে দু’দিনের “সন্ত্রাস-বিরোধী সম্মেলন - ২০২৪”-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের
সন্ত্রাসবাদের গোটা ‘পরিমণ্ডল’-এর বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে খুব শীঘ্রই জাতীয় সন্ত্রাস দমন নীতি ও কৌশল প্রণয়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রক
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী পরিমণ্ডল গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ মোদী সরকার
Posted On:
07 NOV 2024 6:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ নভেম্বর, ২০২৪
নতুন দিল্লিতে আজ জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) আয়োজিত দু’দিনের “সন্ত্রাস-বিরোধী সম্মেলন - ২০২৪”-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এনআইএ-র কাজের রূপরেখা তুলে ধরেন এবং এনআইএ-র ১১ জন পদক জয়ীকে সংবর্ধিত করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব শ্রী গোবিন্দ মোহন, ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র অধিকর্তা শ্রী তপন কুমার ডেকা, জাতীয় উপ-নিরাপত্তা উপদেষ্টা শ্রী পঙ্কজ সিং এবং এনআইএ-র মহানির্দেশক শ্রী সদানন্দ বসন্ত দাতে সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সম্মেলনে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পদস্থ পুলিশ আধিকারিক, কেন্দ্রীয় সংস্থা/দপ্তরের আধিকারিক সহ সন্ত্রাস দমনের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এনআইএ শুধুমাত্র একটি তদন্তকারী সংস্থা নয়, এর তত্ত্বাবধানে দেশজুড়ে সন্ত্রাস দমন কার্যকলাপকে সুসংহত করতে হবে এবং এমন পদক্ষেপ নেওয়া উচিত, যাতে আদালতে তদন্তকারী সংস্থা দৃঢ়ভাবে লড়াই করতে পারে, সেইসঙ্গে সন্ত্রাস দমন ব্যবস্থাকে মজবুত করতে পারে।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে গত ৭৫ বছরে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা এবং সীমান্ত রক্ষার কাজে নিযুক্ত ৩৬,৪৬৮ জন পুলিশকর্মী জীবন বলিদান দিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ২০১৪ সালে শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত ১০ বছরে সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত সরকার সুনির্দিষ্ট কৌশল নিয়ে এগিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদীজির ‘শূন্য সহনশীলতা’র স্লোগান শুধুমাত্র দেশে নয়, গোটা বিশ্ব গ্রহণ করেছে। গত ১০ বছরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এক শক্তিশালী ‘পরিমণ্ডল’ গড়ে তুলেছে। শ্রী শাহ বলেন, এখনও অনেক কিছু করার বাকি রয়েছে। সন্ত্রাসবাদের মোকাবিলায় কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই জাতীয় সন্ত্রাস দমন নীতি ও কৌশল তৈরি করবে।
শ্রী শাহ বলেন, রাজ্যগুলির নিজস্ব ভৌগোলিক ও সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও, সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের কোনো সীমানা নেই। সন্ত্রাসবাদের মোকাবিলায় এ ধরনের সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ২০১৯ সালের ২ আগস্ট এনআইএ আইনের সংশোধনীর মাধ্যমে এনআইএ-কে বিদেশেও তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রী জানান, উত্তর-পূর্বাঞ্চলে সন্ত্রাসবাদ, অতি-বাম উগ্রপন্থা, নকল মুদ্রা, মাদক সহ সন্ত্রাসবাদীদের অর্থের জোগান রুখতে ২০২০ সালে ২৫-দফা সুসংহত পরিকল্পনা তৈরি করা হয়েছিল। গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডারও গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, বেশ কিছু তথ্যভাণ্ডারকে সমৃদ্ধ করা হয়েছে, যার মাধ্যমে সন্ত্রাসবাদকে পুরোপুরি নির্মূল করা যেতে পারে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ১৫টির বেশি সংস্থাকে সন্ত্রাসবাদী সংগঠন ও অবৈধ সংস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সাম্প্রতিককালে সাতটির বেশি সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ১০ বছরে সন্ত্রাসবাদী কার্যকলাপ ৭০ শতাংশ হ্রাস পেয়েছে বলে দাবি করেন শ্রী শাহ। তিনি বলেন, ইউএপিএ-র আওতায় এনআইএ তদন্ত চালিয়েছে এবং অভিযুক্তদের দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে প্রায় ৯৫ শতাংশ সাফল্য অর্জন করেছে। সব বাহিনী প্রযুক্তির ব্যবহার না করলে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর লড়াই চালানো যাবে না বলে মন্তব্য করেন শ্রী শাহ। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করার লক্ষ্যে আমাদের তরুণ আধিকারিকদের প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে।
শ্রী অমিত শাহ নতুন তিনটি ফৌজদারী আইনকে দেশের বিচার ব্যবস্থায় এক উল্লেখযোগ্য পরিবর্তনের বাহক হিসেবে চিহ্নিত করেন। সবক’টি রাজ্যে এই আইনগুলি প্রয়োগ করার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেন, নতুন এই আইনগুলির মাধ্যমে এই প্রথম সন্ত্রাসবাদের স্পষ্ট সংজ্ঞা প্রদান করা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামগ্রিক দৃষ্টিভঙ্গীর প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
নিজেদের মতো করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য রাজ্যগুলির কাছে আর্জি জানান শ্রী অমিত শাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং একে সফলভাবে নির্মূল করতে স্বরাষ্ট্র মন্ত্রক একটি পরিমণ্ডল গড়ে তোলার সঙ্কল্প গ্রহণ করেছে।
PG/MP/DM.
(Release ID: 2071920)
Visitor Counter : 13
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Malayalam