রাষ্ট্রপতিরসচিবালয়
প্রথম এশীয় বৌদ্ধ শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতির ভাষণ
Posted On:
05 NOV 2024 12:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ নভেম্বর, ২০২৪
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন (আইবিসি)-র সঙ্গে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের যৌথভাবে আয়োজিত প্রথম এশীয় বৌদ্ধ শীর্ষ সম্মেলনে ভাষণ দেন।
এই উপলক্ষে তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, ভারত হ’ল ধর্মের আশীর্বাদপুষ্ট ভূমি। যুগের পর যুগ ধরে এখানকার মহান শিক্ষক ও অতীন্দ্রিয়বাদী, দ্রষ্টা ও অন্বেষণকারীরা মানবজাতিকে শান্তি ও সম্প্রীতির পথ দেখিয়েছেন। এঁদের মধ্যে বুদ্ধের এক অনন্য স্থান রয়েছে। বৌদ্ধ গয়ায় বোধিবৃক্ষের নিচে সিদ্ধার্থ গৌতমের নির্বাণলাভ ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে রয়েছে।
রাষ্ট্রপতি বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে বুদ্ধের বাণীর নানা ব্যাখ্যা দিয়েছেন মনীষীরা। ইতিহাসের বিভিন্ন পর্বে বৌদ্ধ ধর্ম নানা দিক-নির্দেশ করেছে। ভৌগোলিক সীমারেখা পেরিয়ে এই ধর্ম ছড়িয়ে পড়েছে।
রাষ্ট্রপতি বলেন, বর্তমানের সমস্যাসঙ্কুল বিশ্বে মানবজাতিকে অনেক কিছু দেওয়ার রয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের। এককথায় বৌদ্ধ ধর্ম হ’ল ‘করুণা’ বা দয়া, আজকের বিশ্বে যার প্রয়োজন রয়েছে। বুদ্ধের বাণী সংরক্ষণে আমাদের সকলের সম্মিলিত প্রয়াস চালানো উচিত। ভারত সরকার পালি ও প্রাকৃত’কে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।
শ্রীমতী মুর্মু বলেন, এশিয়াকে শক্তিশালী করতে বৌদ্ধ ধর্মের ভূমিকা নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন। কীভাবে বৌদ্ধ ধর্ম এশিয়া ও গোটা বিশ্বে শান্তি আনতে পারে, কীভাবে বিশ্বকে হিংসা, লোভ এবং ঘৃণামুক্ত করতে পারে, তা নিয়ে আমাদের আলোচনা করা প্রয়োজন।
রাষ্ট্রপতি ভাষণের বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন:
http:// https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/nov/doc2024115429201.pdf
PG/MP/SB
(Release ID: 2071079)
Visitor Counter : 17
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam