প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অগ্রণী বিজ্ঞান সাধক ও উদ্ভাবক শ্রীমতী রোহিনী গোদবোলের মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী

Posted On: 25 OCT 2024 9:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ অক্টোবর, ২০২৪

 

শ্রীমতী রোহিনী গোদবোলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রয়াত শ্রীমতী গোদবোলেকে বিজ্ঞানের ক্ষেত্রে একজন পথিকৃৎ ও উদ্ভাবক রূপে বর্ণনা করেছেন তিনি।

শ্রী মোদী আরও বলেছেন যে বিজ্ঞানের জগতে মহিলাদের আরও বেশি সংখ্যায় অংশগ্রহণকে তিনি বরাবরই সমর্থন ও উৎসাহ যুগিয়ে এসেছেন। শিক্ষাক্ষেত্রে তাঁর প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মগুলিকে পথ দেখিয়ে নিয়ে যাবে।

সমাজমাধ্যমে আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“রোহিনী গোদবোলেজির মৃত্যুতে আমি ব্যথিত। তিনি ছিলেন একজন অগ্রণী বিজ্ঞান সাধক এবং উদ্ভাবক। শুধু তাই নয়, বিজ্ঞানের জগতে মহিলারা আরও বেশি সংখ্যায় যোগদান করুন, এই মতকেও বরাবরই সমর্থন ও সহযোগিতা যুগিয়ে এসেছেন তিনি। ভবিষ্যৎ প্রজন্মগুলি শিক্ষাক্ষেত্রে তাঁর প্রয়াস ও প্রচেষ্টার মাধ্যমে অনুপ্রাণিত হবে। তাঁর পরিবার-পরিজন এবং গুণমুগ্ধদের জানাই আমার শোক ও সমবেদনা। ওঁ শান্তি!”
 

PG/SKD/DM/


(Release ID: 2068424) Visitor Counter : 29