প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মোহামেদ মুইজ্জুর (৬ – ১০ অক্টোবর, ২০২৪) ভারতে রাষ্ট্রীয় সফরের সময় বিভিন্ন ঘোষণা, প্রকল্পের সূচনা এবং সমঝোতাপত্র স্বাক্ষর

Posted On: 07 OCT 2024 3:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭অক্টোবর, ২০২৪

 

ক্রমিক সংখ্যা

ঘোষণা

১.

একটি সর্বাঙ্গীন অর্থনৈতিক এবং সমুদ্র যাত্রার নিরাপত্তা সংক্রান্ত অংশীদারিত্বর জন্য ভারত ও মালদ্বীপের মধ্যে পরিকল্পনা

২.

ভারত সরকার কর্তৃক মালদ্বীপের উপকূল রক্ষী বাহিনীর জাহাজ হুরাভি’কে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা।

 

সূচনা/উদ্বোধন/হস্তান্তর

১.

মালদ্বীপে রুপে কার্ডের প্রচলন। 

২.

হানিমাধো আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন রানওয়ের উদ্বোধন।

৩.

এক্সিম ব্যাঙ্কের ক্রেতাদের ঋণ দেওয়ার ব্যবস্থাপনার আওতায় নির্মিত সামাজিক গৃহ নির্মাণ প্রকল্পের ৭০০টি বাড়ি হস্তান্তর।

 

সমঝোতাপত্র স্বাক্ষর/পুনর্নবীকরণ

মালদ্বীপের প্রতিনিধি

ভারতের প্রতিনিধি

১.

মুদ্রা বিনিময় চুক্তি

মালডিভস্‌ মনিটরি অথরিটির গভর্নর শ্রী আহমেদ মুনাওয়ার

অর্থ মন্ত্রকের আর্থিক বিষয়ক দপ্তরের সচিব শ্রী অজয় শেঠ

২.

ভারতের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় এবং মালদ্বীপের ন্যাশনাল কলেজ অফ পুলিশিং অ্যান্ড ল এনফোর্সমেন্টের মধ্যে সমঝোতাপত্র

ভারতে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শ্রী ইব্রাহিম সাহিব

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সীমান্ত ব্যবস্থাপনা বিভাগের সচিব ডঃ রাজেন্দ্র কুমার

৩.

দুর্নীতি প্রতিরোধ ও মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এবং অ্যান্টি করাপশন কমিশন অফ মালডিভস্‌ - এর মধ্যে সমঝোতাপত্র

ভারতে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শ্রী ইব্রাহিম সাহিব

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সীমান্ত ব্যবস্থাপনা বিভাগের সচিব ডঃ রাজেন্দ্র কুমার

৪.

মালদ্বীপের বিচার বিভাগীয় আধিকারিকদের প্রশিক্ষণ ও দক্ষতা সংক্রান্ত কর্মসূচীর জন্য ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমী অফ ইন্ডিয়া এবং মালদ্বীপের জুডিশিয়াল সার্ভিস কমিশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রের পুনর্নবীকরণ

ভারতে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শ্রী ইব্রাহিম সাহিব

মালদ্বীপে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী মুনু মাহাওয়ার

৫.

ক্রীড়া ও যুব বিষয়ক ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত ও মালদ্বীপের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রের পুনর্নবীকরণ

ভারতে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শ্রী ইব্রাহিম সাহিব

মালদ্বীপে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী মুনু মাহাওয়ার

         

 

 

PG/CB/SB


(Release ID: 2066672) Visitor Counter : 21