প্রধানমন্ত্রীরদপ্তর
মুম্বাইতে মেট্রো রেল সফরকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের বঙ্গানুবাদ
Posted On:
05 OCT 2024 9:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ অক্টোবর, ২০২৪
পুরুষ যাত্রী: আমি কৃত্রিম মেধা নিয়ে গবেষণা করছি।
প্রধানমন্ত্রী: তাই, আপনি কৃত্রিম মেধা নিয়ে গবেষণা করছেন, দারুণ ব্যাপার!
পুরুষ যাত্রী: স্যর, ওষুধ শিল্পের বিকাশে এবং ভারতে নতুন নতুন ওষুধ বাজারে আনতে কিভাবে কৃত্রিম মেধাকে কাজে লাগানো যায়, আমরা সেই বিষয়েই কাজ করি।
মহিলা যাত্রী: আমি সমাজতত্ত্ব নিয়ে বিএ পড়ছি। ভবিষ্যতে সমাজের জন্য কিছু করতে চাই।
মহিলা যাত্রী: আমার হ্যান্ড ব্যাগ তৈরির একটি ছোট ব্যবসা আছে। আমি স্বনিধি প্রকল্পের সুবিধাকে কাজে লাগিয়ে আমার ব্যবসার সম্প্রসারণ করেছি।
প্রধানমন্ত্রী: খুব ভালো।
প্রধানমন্ত্রী: শিন্ডেজি যে প্রকল্প চালু করেছেন, তার সুবিধা কি আপনারা পেয়েছেন?
মহিলা যাত্রী: হ্যাঁ, আমরা লেড়কি বহিন যোজনা থেকে প্রচুর সুবিধা পেয়েছি।
প্রধানমন্ত্রী: আপনার সম্প্রদায়ের সব মহিলারাই কি এই সুবিধা পেয়েছেন?
মহিলা যাত্রী: হ্যাঁ স্যর, আমাদের বালাঞ্চল নামে একটি মহিলা সংগঠন আছে। মহিলারা যাতে সব সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করতে আমরা তাঁদের ফর্ম পূরণ করতে সহায়তা করি।
প্রধানমন্ত্রী: আপনারা টাকা পেয়েছেন?
মহিলা যাত্রী: হ্যাঁ স্যর, আমরা এই সপ্তাহেই পেয়েছি।
প্রধানমন্ত্রী: আপনারা খুশি তো?
মহিলা যাত্রী: হ্যাঁ হ্যাঁ স্যর।
প্রধানমন্ত্রী: আপনি কত বছর ধরে কাজ করছেন?
মেট্রো কর্মী: স্যর, সাত বছর হতে চললো।
প্রধানমন্ত্রী: তা হলে তো এতদিনে আপনি খুব দক্ষ হয়ে উঠেছেন।
মেট্রো কর্মী: হ্যাঁ স্যর, আমাদের কাজের ভালোই অভিজ্ঞতা আছে।
প্রধানমন্ত্রী: তা হলে, আপনারা এখন যে কোনও জায়গায় মেট্রোর লাইন নির্মাণ করতে পারবেন।
মেট্রো কর্মী: হ্যাঁ স্যর, আমরা যে কোনও জায়গায় এই কাজ করতে পারবো। আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে।
প্রধানমন্ত্রী: আপনাদের পরিবারের সদস্যরা খুশি তো?
মেট্রো কর্মী: হ্যাঁ স্যর, খুব খুশি।
প্রধানমন্ত্রী: আপনাদের ভালো কাজের জন্য?
মেট্রো কর্মী: হ্যাঁ, আমাদের সাফল্যের জন্য।
প্রধানমন্ত্রী: একদিন আপনাদের পরিবারের সদস্যদের নিয়ে মেট্রো রেলে ভ্রমণ করুন।
মেট্রো কর্মী: হ্যাঁ স্যর, আমরা ওদের নিয়ে আসব।
প্রধানমন্ত্রী: ওদের তখন বলবেন, এগুলি তৈরি করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে।
মেট্রো কর্মী: হ্যাঁ স্যর।
(প্রধানমন্ত্রীর সঙ্গে এই কথোপকথনটি হিন্দি ভাষায় হয়েছে)
PG/CB/SB
(Release ID: 2063464)
Visitor Counter : 23