প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ওয়াশিম-এ বাঞ্জারা সংস্কৃতির বিশেষ অঙ্গ নাঙ্গারা বাদ্যযন্ত্র বাজালেন প্রধানমন্ত্রী

Posted On: 05 OCT 2024 2:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ অক্টোবর, ২০২৪

 

মহারাষ্ট্রের ওয়াশিম-এ আজ নাঙ্গারা বাদ্যযন্ত্র বাজানোর বিষয়টি রপ্ত করতে চেষ্টা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন যে বাঞ্জারা সংস্কৃতিতে এই বাদ্যযন্ত্রটির এক বিশেষ স্থান রয়েছে।

এ সম্পর্কে সমাজমাধ্যমে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন :

“ওয়াশিম-এ আমি চেষ্টা করলাম নাঙ্গারা বাদ্যযন্ত্রটি বাজানোর। বৈশিষ্ট্যময় বাঞ্জারা সংস্কৃতিতে এই যন্ত্রটির ব্যবহার বেশ তাৎপর্যময়। এই সংস্কৃতিকে আগামীদিনে আরও জনপ্রিয় করে তুলতে আমাদের সরকার সম্ভাব্য সকলরকমভাবে চেষ্টা করে যাবে।” 

 

PG/SKD/DM


(Release ID: 2062554) Visitor Counter : 44