স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গ সহ মোট ১৪টি বন্যাক্লিষ্ট রাজ্যকে ত্রাণ সহায়তাবাবদ ৫,৮৫৮ কোটি ৬০ লক্ষ টাকা মঞ্জুর করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

Posted On: 01 OCT 2024 6:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২৪

 

দেশের ১৪টি বন্যা কবলিত রাজ্যের অনুকূলে ৫,৮৫৮ কোটি ৬০ লক্ষ টাকার ত্রাণ সহায়তা মঞ্জুর করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যগুলির বিপর্যয় ত্রাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়। 

বরাদ্দকৃত ত্রাণ সহায়তার মধ্যে পশ্চিমবঙ্গকে ৪৬৮ কোটি, মহারাষ্ট্রকে ১,৪৯২ কোটি, অন্ধ্রপ্রদেশকে ১,০৩৬ কোটি, আসামকে ৭১৬ কোটি, বিহারকে ৬৫৫ কোটি ৬০ লক্ষ, গুজরাটকে ৬০০ কোটি, হিমাচল প্রদেশকে ১৮৯ কোটি ২০ লক্ষ, কেরলকে ১৪৫ কোটি ৬০ লক্ষ, মণিপুরকে ৫৫ কোটি, মিজোরামকে ২১ কোটি ৬০ লক্ষ, নাগাল্যান্ডকে ১৯ কোটি ২০ লক্ষ, সিকিমকে ২৩ কোটি ৬০ লক্ষ, তেলেঙ্গানাকে ৪১৬ কোটি ৮০ লক্ষ, এবং ত্রিপুরাকে ২৫ কোটি ত্রাণ সহায়তা দেওয়া হয়। অতিভারী বর্ষণ ও বৃষ্টিপাত, ভয়ঙ্কর বন্যা এবং ধ্বসের কারণে এই রাজ্যগুলি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-র বিশেষ প্রচেষ্টায় কেন্দ্রীয় সরকার এইভাবে ত্রাণ সহায়তা দিয়ে রাজ্যগুলির পাশে দাঁড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘব করতেই এই ত্রাণ সহায়তা মঞ্জুর করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নির্দেশে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-র উদ্যোগে ইতিমধ্যেই এ বছর ১৪,৯৫৮ কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে ২১টি রাজ্যকে। এর মধ্যে ২১টি রাজ্যকে ৯,০৪৪ কোটি ৮০ লক্ষ টাকা মঞ্জুর করা হয় রাজ্যগুলির বিপর্যয় ত্রাণ তহবিল থেকে, জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল থেকে ১৫টি রাজ্যকে ৪,৫২৮ কোটি ৬৬ লক্ষ টাকা দেওয়া হয় এবং ১১টি রাজ্যকে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে দেওয়া হয় ১,৩৮৫ কোটি ৪৫ লক্ষ টাকা। 

আর্থিক সহায়তা ছাড়াও সার্বিকভাবে অন্যান্য সমস্ত রকমভাবে রাজ্যগুলিকে সাহায্য ও সহায়তা করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। 
 
PG/SKD/DM


(Release ID: 2061137) Visitor Counter : 45