প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav g20-india-2023

রাষ্ট্রসঙ্ঘে ‘সামিট অফ দ্য ফিউচার’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের বঙ্গানুবাদ

Posted On: 23 SEP 2024 10:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর ২০২৪

 

সুধীবৃন্দ,

বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, ১৪০ কোটি ভারতবাসী তথা ভারতের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। মানব ইতিহাসে বৃহত্তম নির্বাচন সম্প্রতি জুন মাসে অনুষ্ঠিত হয়েছে। ভারতের জনসাধারণ আমাকে পরপর তিনবারের জন্য তাঁদের সেবা করার সুযোগ দিয়েছেন। বিশ্ব জনসংখ্যার এক-ষষ্ঠমাংশের বক্তব্যকে আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। 

বন্ধুগণ,

বিশ্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গিয়ে মানব-কেন্দ্রিক অভিমুখের দিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। সুস্থায়ী উন্নয়নকে অগ্রাধিকার দিতে গিয়ে আমরা মানবকল্যাণ, খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষাকে সুনিশ্চিত করব। ভারতের ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে এসে আমরা সুস্থায়ী উন্নয়ন যে সফল হতে পারে তা করে দেখিয়েছি। এখন আমরা এই সাফল্যের অভিজ্ঞতা সমগ্র গ্লোবাল সাউথের সঙ্গে ভাগ করে নিতে চাই। 

বন্ধুগণ,

মানবতার সাফল্য যুদ্ধক্ষেত্রে নয়, নিহিত আছে আমাদের সম্মিলিত শক্তিতে। বিশ্ব শান্তি এবং উন্নয়ন, বিশ্ব প্রতিষ্ঠানগুলির সংস্কার জরুরি। প্রাসঙ্গিকতার চাবিকাঠিই হল সংস্কার! নতুন দিল্লি শিখর সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে জি-২০-র স্থায়ী সদস্য মনোনীত করা এই লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে, বিশ্ব শান্তি এবং সুরক্ষার পথে সন্ত্রাসবাদ এক চরম বিপদ হয়ে দেখা দিয়েছে। তার পাশাপাশি সাইবার, সমুদ্রক্ষেত্র এবং মহাকাশ সংঘর্ষের এক নতুন মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করছে। এইসব ক্ষেত্রে আমি জোর দিয়ে বলতে চাই, বিশ্বজোড়া কর্মকাণ্ড বিশ্বের আকাঙ্ক্ষা পূরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ হোক। 

বন্ধুগণ,

প্রযুক্তির নিরাপদ এবং দায়িত্বপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে ভারসাম্যমূলক নিয়ন্ত্রণবিধি থাকা প্রয়োজন। জাতীয় সার্বভৌমত্ব এবং সংহতিকে সুনিশ্চিত করতে বিশ্ব ডিজিটাল পরিচালন ব্যবস্থার প্রয়োজন রয়েছে। ডিজিটাল জন-পরিকাঠামো কোনো বাধা হিসেবে নয়, বরং একটি সেতুবন্ধ হয়ে উঠুক। বিশ্বকল্যাণে ভারত তার ডিজিটাল জন-পরিকাঠামোর অভিজ্ঞতাকে সারা বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। 

বন্ধুগণ,

ভারতের কাছে ‘এক বিশ্ব, এক পরিবার এবং এক ভবিষ্যৎ’ এক দায়বদ্ধতাস্বরূপ। ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’ এবং ‘এক সূর্য, এক বিশ্ব এবং এক গ্রিড’ – আমাদের এই সমস্ত উদ্যোগের মধ্য দিয়ে আমাদের দায়বদ্ধতা প্রতিফলিত হচ্ছে। ভারত তার চিন্তাধারায়, কথায় এবং কাজের মধ্য দিয়ে বিশ্বের অগ্রগতি এবং সমস্ত মানুষের অধিকারকে সুরক্ষিত করার কাজ চালিয়ে যেতে চায়।

আপনাদের অনেক অনেক ধন্যবাদ।

প্রধানমন্ত্রী মূল বক্তব্যটি হিন্দিতে দিয়েছিলেন

 

PG/AB/DM



(Release ID: 2058325) Visitor Counter : 15