প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

‘সামিট অফ দ্য ফিউচার’-এ প্রধানমন্ত্রীর ভাষণ

Posted On: 23 SEP 2024 11:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর ২০২৪

 

নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘে ‘সামিট অফ দ্য ফিউচার’-এ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই শিখর সম্মেলনের আলোচ্য বিষয় ছিল – ‘উন্নত ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক সমাধানসূত্র’। সম্মেলনে বিরাট সংখ্যক বিশ্ব নেতৃত্ব যোগদান করেন। 

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থায়ী বিশ্ব গড়ে তুলতে ভারতের দৃষ্টিভঙ্গীর ওপর আলোকপাত করেন। শ্রী মোদী বলেন, বিশ্ব জনসংখ্যার এক-ষষ্ঠমাংশ যাঁরা আন্তর্জাতিক শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির কথা বলে, তাঁদের পক্ষ থেকে এই শিখর সম্মেলনে তিনি বক্তব্য রাখছেন। উজ্জ্বল বিশ্ব ভবিষ্যতের জন্য মানব-কেন্দ্রিক যৌথ প্রয়াস জরুরি। প্রধানমন্ত্রী সুস্থায়ী উন্নয়ন উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে ভারতের সাফল্যের কথা ব্যক্ত করে বলেন, কেবল এক দশকের মধ্যেই ভারত ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। গ্লোবাল সাউথের দেশগুলির প্রতি সহমর্মিতা ব্যক্ত করে তিনি বলেন, ভারত তার উন্নয়নমূলক অভিজ্ঞতা তাদের সাথে ভাগ করে নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছে। প্রযুক্তির নিরাপদ এবং দায়িত্বপূর্ণ ব্যবহার প্রসারের জন্য ভারসাম্যমূলক নিয়ন্ত্রণবিধির প্রয়োজনীয়তার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বৃহত্তর মানবকল্যাণের স্বার্থে ভারত উদার মনোভাব নিয়ে তার ডিজিটাল জন-পরিকাঠামোর অভিজ্ঞতা অন্যের সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী। ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ – ভারতের এই দায়বদ্ধতার ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, এটাই ভারতের অভিমুখ।

প্রধানমন্ত্রী রাষ্ট্রসঙ্ঘ নিরাপত্তা পরিষদ সহ বিভিন্ন বিশ্ব পরিচালন সংস্থায় দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেন। শ্রী মোদী বলেন, প্রাসঙ্গিকতা বজায় রাখতে এই সংস্কার জরুরি এবং বিশ্বের আকাঙ্ক্ষা পূরণে সংস্থাগুলির কাজকর্ম সব সময়েই সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। প্রধানমন্ত্রীর পুরো ভাষণটি দেখতে  https://bit.ly/4diBR08 -এ ক্লিক করুন।

দুটি পরিশিষ্ট – বিশ্ব ডিজিটাল কম্প্যাক্ট এবং ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ঘোষণাপত্র সহ ভবিষ্যৎ চুক্তি সম্বলিত একটি ফলাফল নথি গ্রহণের মধ্য দিয়ে শিখর সম্মেলন শেষ হয়েছে।

 

PG/AB/DM.


(Release ID: 2058234) Visitor Counter : 37