প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন বিভাগে স্বর্ণ পদক জয়ের জন্য প্যারা আর্চার হরবিন্দর সিং-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 04 SEP 2024 11:50PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ সেপ্টেম্বর ২০২৪

 

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন বিভাগে স্বর্ণ পদক জয়ের জন্য প্যারা আর্চার হরবিন্দর সিং-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

হরবিন্দর সিং-এর অসাধারণ নৈপুণ্য, দক্ষতা, একাগ্রতা এবং আত্মপ্রত্যয়ের ভূয়সী প্রশংসা করেছেন শ্রী মোদী। 

এক্স পোষ্টে প্রধানমন্ত্রী বলেছেন :

“প্যারা আর্চারিতে এই স্বর্ণ পদক জয় বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ! 

#Paralympics2024-এ পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে স্বর্ণ পদক জয়ের জন্য হরবিন্দর সিং-কে অভিন্দন! তাঁর অসাধারণ নৈপুণ্য, দক্ষতা, একাগ্রতা এবং আত্মপ্রত্যয় ভূয়সী প্রশংসার দাবি রাখে। ভারত তাঁর এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। #Cheer4Bharat”

 

PG/AC/AS


(Release ID: 2052131) Visitor Counter : 43