প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রৌপ্য পদক জয় করায় ব্যাডমিন্টন খেলোয়াড় তুলসী মাথিমুরুগেশন-কে অভিনন্দন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

Posted On: 02 SEP 2024 9:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চলতি প্যারিস প্যারালিম্পিক্স প্রতিযোগিতায় মহিলাদের ব্যাডমিন্টন এস-ইউ-৫ বিভাগে রৌপ্য পদক জয় করায় তুলসী মাথিমুরুগেশন-কে অভিনন্দন জানিয়েছেন। 

প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেন, “#Paralympics2024! প্রতিযোগিতায় মহিলাদের ব্যাডমিন্টন এস-ইউ-৫ বিভাগে তুলসী মাথিমুরুগেশন রৌপ্য পদক জয় করার মুহুর্তটি অত্যন্ত গর্বের। তাঁর এই সাফল্য অনেক তরুণ তরুণীকে উদ্বুদ্ধ করবে। খেলাধূলার প্রতি তাঁর একাগ্রতা ও নিষ্ঠা প্রশংসনীয়।

তাঁর জন্য রইল অভিনন্দন।
@Thulasimathi11 
#Cheer4Bharat" ”


PG/ PM /AG


(Release ID: 2051431) Visitor Counter : 41