প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ফিজির সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হওয়ায় রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 06 AUG 2024 5:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ অগাস্ট, ২০২৪

 

ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ফিজির সর্বোচ্চ অসামরিক সম্মান কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি-তে ভূষিত হয়েছেন। 

এজন্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স বার্তায় বলেছেন :

“ফিজির সর্বোচ্চ অসামরিক সম্মান কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি-তে ভূষিত হওয়ায় রাষ্ট্রপতিজিকে অভিনন্দন। প্রতিটি ভারতীয়র কাছেই এ এক গৌরব ও আনন্দের মুহুর্ত। একইসঙ্গে এটি রাষ্ট্রপতিজির নেতৃত্বদানের ক্ষমতা এবং ভারত ও ফিজির মানুষের মধ্যে ঐতিহাসিক সংযোগের স্বীকৃতি।”

    
PG/SD/NS…


(रिलीज़ आईडी: 2042630) आगंतुक पटल : 94
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam