অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

২ লক্ষ কোটি টাকার প্যাকেজ প্রধানমন্ত্রীর; ৫ বছরের মধ্যে ৪.১ কোটি তরুণের জন্য কর্মসংস্থান, দক্ষতা প্রশিক্ষণ এবং অন্যান্য সুযোগ সৃষ্টি

Posted On: 23 JUL 2024 1:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০২৪ 

 

“এই বাজেটে আমরা বিশেষভাবে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা প্রশিক্ষণ, এমএসএমই এবং মধ্যবিত্ত শ্রেণীর প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছি”, আজ সংসদে কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫ পেশ করে একথা বলেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন। তিনি বলেন, ৫ বছরের মধ্যে ৪.১ কোটি তরুণের কর্মসংস্থান, দক্ষতা প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চলতি বছরে শিক্ষা, কর্মসংস্থান এবং দক্ষতা প্রশিক্ষণের জন্য ১.৪৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 
শ্রীমতী সীতারমন জানান, প্রধানমন্ত্রীর প্যাকেজের আওতায় ‘কর্মসংস্থান সংযুক্ত উৎসাহভাতা’র অংশ হিসেবে ৩টি কর্মসূচি রূপায়িত করবে সরকার। এগুলি হ’ল – প্রথমবার নিযুক্ত কর্মীদের স্বীকৃতি এবং কর্মী ও নিয়োগকারীদের সহায়তা প্রদান। 

কর্মসূচি-১: প্রথমবারের জন্য:
এই কর্মসূচিতে দুই বছরে উপকৃত হবেন ২.১ কোটি তরুণ, নতুন চাকরিতে প্রথম যোগদানকারী কর্মীদের এক মাসের সাম্মানিক দেওয়া হবে। এক্ষেত্রে বেতনের সীমা থাকবে মাসিক ১ লক্ষ টাকা। ইপিএফও-তে প্রথমবার নথিভুক্ত হওয়া কর্মীদের ১৫ হাজার টাকা পর্যন্ত তিনটি কিস্তিতে প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর করা হবে। যদি নিয়োগের এক বছরের মধ্যে তিনি চাকরি ছেড়ে দেন, তা হলে সেই টাকা ফিরিয়ে দিতে হবে। 

কর্মসূচি-২: উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি

এই প্রকল্পে প্রথম কর্মক্ষেত্রে প্রবেশকারী ৩০ লক্ষ তরুণ ও তাঁদের নিয়োগকারী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পে চাকরির প্রথম চার বছরের প্রভিডেন্ট ফান্ড অনুযায়ী, কর্মী এবং নিয়োগকারীকে বেতনের হারের উপর ভিত্তি করে উৎসাহভাতা প্রদান করা হবে। এক্ষেত্রে এক বছরের মধ্যে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হলে, নিয়োগকারীকে সেই টাকা ফিরিয়ে দিতে হবে। 

কর্মসূচি-৩: নিয়োগকারীদের সহায়তা

এতে সমস্ত ক্ষেত্রে যাঁদের বেতন ১ লক্ষ টাকার মধ্যে, তাঁদের প্রতি নজর দেওয়া হচ্ছে। এই প্রকল্পে দু’বছরের জন্য নিয়োগকারীদের মাসে ৩ হাজার টাকা করে প্রদান করবে সরকার। এই প্রকল্পে ৫০ লক্ষ অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

চতুর্থ কর্মসূচিটি হ’ল – প্রধানমন্ত্রীর প্যাকেজে ঘোষিত একটি নতুন কেন্দ্রীয় প্রকল্প। এতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। এর লক্ষ্য হ’ল – ৫ বছরে ২০ লক্ষ তরুণকে দক্ষতা প্রশিক্ষণ দেওয়া। এই লক্ষ্যে ১ হাজারটি আইটিআই-কে দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রে উন্নীত করা হবে। 

পঞ্চম কর্মসূচিটি হ’ল – দেশের ৫০০টি শীর্ষ সংস্থায় ৫ বছরে ১ কোটি তরুণের ইন্টার্নশিপের ব্যবস্থা করা। তাঁরা মাসে ৫ হাজার টাকা করে ভাতা পাবেন। সেইসঙ্গে, ৬ হাজার টাকা এককালীন সহায়তা দেওয়া হবে। সংস্থা তাঁদের প্রশিক্ষণের খরচ বহন করবে এবং ইন্টার্নশিপের জন্য খরচের ১০ শতাংশ সিএসআর তহবিল থেকে ব্যয় করবে। ২১-২৪ বছর বয়সী যেসব তরুণ কর্মহীন কিংবা পুরো সময়ের জন্য কাজে নিযুক্ত নন, তাঁরা এর সুবিধা পাবেন। 

বিস্তারিত জানতে এই লিঙ্কটিতে ক্লিক করুন -
http:// https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/jul/doc2024723352201.pdf


PG/MP/SB


(Release ID: 2036206) Visitor Counter : 85