সংসদবিষয়কমন্ত্রক

২৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসবে

Posted On: 12 JUN 2024 1:42PM by PIB Kolkata

নতুন দিল্লি ১২ জুন ২০২৪


অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসবে ২৪ জুন, চলবে ৩ জুলাই পর্যন্ত। এই অধিবেশনে লোকসভার নবনির্বাচিত সাংসদরা শপথগ্রহণ করবেন, লোকসভার অধ্যক্ষ নির্বাচন হবে, রাষ্ট্রপতি সংসদের উভয় সভায় ভাষণ দেবেন এবং তাঁর ভাষণের ওপর আলোচনা হবে। সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু এক এক্স বার্তায় এই খবর জানিয়েছেন। রাজ্যসভার ২৬৪ তম অধিবেশন ২৭ জুন শুরু হবে, তা ৩১ জুলাই পর্যন্ত চলবে বলেও শ্রী রিজিজু জানান।


PG/SD/CS



(Release ID: 2024741) Visitor Counter : 60