শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ডা. মনসুখ মাণ্ডব্য

Posted On: 11 JUN 2024 2:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ জুন, ২০২৪

 

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী হিসেবে আজ নতুন দিল্লিতে দায়িত্বভার গ্রহণ করলেন ডা. মনসুখ মাণ্ডব্য। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের দায়িত্বও রয়েছে তাঁর কাছে। 

শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রকের সচিব শ্রীমতী সুমিতা দৌরা ও অন্যান্য পদস্থ আধিকারিকরা তাঁকে স্বাগত জানান। 

ডা. মাণ্ডব্য পূর্ববর্তী সরকারের আমলে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এবং রাসায়নিক ও সার দপ্তরের দায়িত্বে ছিলেন।

ডা. মাণ্ডব্য গুজরাটের পোরবন্দর থেকে লোকসভা আসনে জয়ী হন। এর আগে তিনি ২০১২-২৪ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন। ২০০২-০৭ সাল পর্যন্ত পালিটানা থেকে গুজরাট বিধানসভার সদস্যও ছিলেন তিনি। 

PG/PM/DM



(Release ID: 2024477) Visitor Counter : 21