তথ্যওসম্প্রচারমন্ত্রক

অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে ১৫-২১ জুন পর্যন্ত

মূল অনুষ্ঠান মুম্বাইতে হলেও পাশাপাশি দিল্লি, কলকাতা, চেন্নাই ও পুণেতে চলবে চলচ্চিত্র প্রদর্শন

৬৫টি ভাষায় ৩৮টি দেশ ১০০০-এর বেশি চলচ্চিত্র জমা দিয়েছে যা এক রেকর্ড

Posted On: 07 JUN 2024 4:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ জুন, ২০২৪

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু আজ জানান যে অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে ১৫-২১ জুন পর্যন্ত। তিনি বলেন, মুম্বাই এফডি-এনএফডিসি চত্ত্বরে মূল অনুষ্ঠান আয়োজিত হলেও দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়াম, চেন্নাই টেগোর ফিল্ম সেন্টার, পুণের এনএফএআই অডিটোরিয়াম এবং কলকাতার এসআরএফটিআই অডিটোরিয়ামেও সিনেমা দেখানো হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব শ্রীমতী নিরজা শেখর, পিআইবি-র পিডিজি শ্রীমতী শেফালি বি সরণ এবং এনএফডিসি-র এমডি শ্রী পৃথুল কুমার। 

এবারের চলচ্চিত্র উৎসবে ৩৮টি দেশের ৬৫টি ভাষায় ১০১৮টি সিনেমা জমা পড়েছে। 

তিনটি নির্বাচন কমিটি মোট ১১৮টি সিনেমা নির্বাচন করেছে। এর মধ্যে ২৫টি আন্তর্জাতিক ও ৭৭টি জাতীয় চলচ্চিত্র রয়েছে। এই সিনেমাগুলি প্রতিযোগিতামূলক বিভাগে প্রদর্শিত হবে। 

এবারে রাশিয়া, জাপান, বেলারুশ, ইটালি, ইরান, ভিয়েতনাম এবং মালি-র সঙ্গে সহযোগিতায় বিশেষ প্যাকেজ তৈরি করা হয়েছে। 

সমগ্র দেশের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের পড়ুয়াদের নির্মিত ৪৫টি সিনেমাও দেখানো হবে।

দিব্যাঙ্গজন প্যাকেজে বিশেষ সিনেমার ব্যবস্থা রয়েছে। 

অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হবে ১৫ জুন বিলি অ্যান্ড মলি অ্যান্ড অটার লাভ স্টোরি সিনেমা প্রদর্শনের মধ্যে দিয়ে।


আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জুরি সদস্যরা এই উৎসবে উপস্থিত থাকবেন। এদের মধ্যে ভারতবালা, মানস চৌধুরী, কেইকো বাং, বার্থেলেনি ফোগিয়া অড্রিয়াস স্ট্রোনেস-এর মতো ব্যক্তিরা রয়েছেন। 

মুম্বাইয়ের নারিমান পয়েন্টে বিশেষ উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হবে। ১৫ তারিখ থেকে প্রতিদিন মুম্বাইয়ে হবে রেড কার্পেট। কলকাতায় বিশেষ রেড কার্পেট হবে ১৯ জুন। এছাড়া দিল্লিতে ১৭ জুন, চেন্নাইতে ১৮ জুন ও পুণেতে ২০ জুন এই রেড কার্পেট হবে। 

এই প্রথম চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দিতে আয়োজন হচ্ছে ফিল্ম বাজারের। ২৭টি ভাষায় ১০টি দেশ ২০০টি প্রকল্প জমা দিয়েছে। 

এই উৎসব সম্পর্কে বিস্তারিত জানতে এনআইএফএফ একটি ওয়েবসাইট খুলেছে। তার ঠিকানা হল http://www.miff.in/ । বুক মাই শো থেকে ডেলিগেট রেজিস্ট্রেশন করা যাবে। এর জন্য মুম্বাইয়ের ক্ষেত্রে ব্যয় করতে হবে ৫০০ টাকা। দিল্লি, কলকাতা, পুণে ও চেন্নাইতে এই সুবিধা মিলবে বিনা মূল্যে। 

এ বছর ২০টির বেশি ব্র্যান্ড এই উৎসবের সঙ্গে সহযোগিতা করছেন। বিভিন্ন বিভাগে স্পনসরও করছে তারা। 

এমআইএফএফ সমগ্র বিশ্বের তথ্যচিত্র নির্মাতাদের এক মঞ্চে একত্রিত হওয়ার, মতবিনিময় করার এবং যৌথ ভাবে তথ্যচিত্র নির্মাণের সম্ভাবনার দ্বার খুলে দেবে। 
    


PG/PM/NS



(Release ID: 2023499) Visitor Counter : 31