স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

তাপমাত্রা বাড়তে থাকায় গ্রীষ্মের মাসগুলিতে তাপপ্রবাহ মোকাবিলার প্রস্তুতি এবং হাসপাতালে অগ্নিকাণ্ড প্রতিরোধে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পর্যালোচনা বৈঠক

Posted On: 06 JUN 2024 11:19AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ জুন ২০২৪

 

তাপমাত্রা বাড়তে থাকায় গ্রীষ্মের মাসগুলিতে তাপপ্রবাহ মোকাবিলার প্রস্তুতি এবং হাসপাতালে অগ্নিকাণ্ড প্রতিরোধে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত মহানির্দেশক ডা. অতুল গোয়েল রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এই বৈঠকে দেশজুড়ে স্বাস্থ্য পরিচর্যা সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থা নিতে বলেছেন।

আবহাওয়া দপ্তর গত ২৭ মে পূর্বাভাসে জানিয়েছে যে জুন মাসে দেশের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, ব্যতিক্রম কেবলমাত্র দক্ষিণ উপদ্বীপ অঞ্চল। এসব জায়গাতে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে নিচে থাকবে। জুন মাসে উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ জায়গা এবং মধ্য-ভারতের সংলগ্ন এলাকাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। 

রাজ্য স্বাস্থ্য দপ্তরগুলিকে এ ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়েছে। এই নির্দেশিকার মধ্যে রয়েছে তাপপ্রবাহজনিত শারীরিক অসুস্থতার ক্ষেত্রে যাবতীয় প্রস্তুতি গ্রহণ। এছাড়াও বিভিন্ন পোস্টার ও টেমপ্লেটের মাধ্যমে তাপপ্রবাহের সময় কি করা উচিত বা উচিত নয়, সে ব্যাপারে সচেতনতা প্রচার। অতি তাপপ্রবাহজনিত অসুস্থতার ক্ষেত্রে যাতে অসুস্থ ব্যক্তিকে ঠান্ডা জায়গায় স্থানান্তরিত করা যায়, হাসপাতালে সেই পরিকাঠামো তৈরি রাখতেও বলা হয়েছে। সেইসঙ্গে, তাপপ্রবাহজনিত মৃত্যুর ক্ষেত্রে ময়না তদন্ত সংক্রান্ত নির্দেশিকা দেশের সমস্ত এইম্স ও মেডিকেল কলেজগুলিতে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অন্যান্য প্রস্তুতির পাশাপাশি, অ্যাম্বুলেন্সকে সবসময়ই প্রস্তুত রাখতে বলা হয়েছে। 

বৈঠকে রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় কর্মপরিকল্পনা প্রস্তুত রাখা, আবহাওয়া দপ্তরের তাপপ্রবাহজনিত পূর্বাভাস মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, সমস্ত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে হিট স্ট্রোক রুম তৈরি রাখা, বড় কোন জমায়েত বা ক্রীড়ানুষ্ঠানের ক্ষেত্রে এই জাতীয় প্রস্তুতি রাখা, যে সমস্ত জায়গায় সহজেই আগুন লাগার প্রবণতা থাকে, সেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা প্রস্তুত রাখা ও অগ্নি নির্বাপণে বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সাজসরঞ্জাম তৈরি রাখতে বলা হয়েছে। 

রাজ্যস্তরে যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে তা হল – মধ্যপ্রদেশ অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি হাসপাতালে মক ড্রিল চালাচ্ছে, ওড়িশার মতো রাজ্য যেখানে লাল সতর্কতা দেওয়া হয়েছে, সেখানে তাপপ্রবাহ নিয়ন্ত্রণ কক্ষ রাজ্যজুড়ে গড়ে তোলা হয়েছে। এছাড়াও, উত্তরপ্রদেশে ‘দস্তক’, অর্থাৎ দরজায় দরজায় গিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। রাজ্যের সমস্ত হাসপাতালে অগ্নি নির্বাপণ সংক্রান্ত ব্যবস্থা মজুত রাখা হয়েছে। হরিয়ানা বিশেষ আর্থিক বরাদ্দ করেছে ওষুধপত্র ও অন্যান্য পরিষেবার স্বার্থে। রাজস্থান শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। বিহারে রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করা হচ্ছে। দিল্লিতে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে অগ্নি নির্বাপণের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়েছে।

PG/AB/DM



(Release ID: 2023232) Visitor Counter : 42