অর্থমন্ত্রক

‘সেন্ট্রাল এক্সাইজ বিল, ২০২৪’-এর খসড়া নিয়ে ২৬ জুনের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের পরামর্শ চাইলো সিবিআইসি

Posted On: 04 JUN 2024 2:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ জুন, ২০২৪

 

‘সেন্ট্রাল এক্সাইজ বিল, ২০২৪’-এর খসড়া নিয়ে ২৬ জুনের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে পরামর্শ চেয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব দপ্তরের অধীন সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)। 

‘সেন্ট্রাল এক্সাইজ বিল, ২০২৪’-এর ওপর একটি খসড়া তৈরি করেছে সিবিআইসি। এই বিল অনুমোদিত হলে, তা ১৯৪৪-এর সেন্ট্রাল এক্সাইজ আইনের পরিবর্ত হিসেবে কাজ করবে। এই বিলে ব্যবসার সরলীকরণ সহ পুরনো বহু কিছু বাতিল করে আধুনিক সেন্ট্রাল এক্সাইজ আইনের সর্বাত্মক সংযোজন ঘটানো হয়েছে। বিলটিতে ১২টি অধ্যায় এবং ১১৪টি ধারা সংযুক্ত করা হয়েছে। 

‘সেন্ট্রাল এক্সাইজ বিল, ২০২৪’-এর খসড়াটি সিবিআইসি-র ওয়েবসাইটে (https://www.cbic.gov.in) আপলোড করা হয়েছে এবং ২১ দিনের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত চাওয়া হয়েছে। 

http:// cx.stwing[at]gov[dot]in এই ই-মেলও পরামর্শ/মতামত পাঠানো যেতে পারে। 

    


PG/MP/NS



(Release ID: 2022791) Visitor Counter : 41