কেন্দ্রীয়মন্ত্রিসভারসচিবালয়

আসন্ন ঘূর্ণিঝড়ের মোকাবিলায় পর্যালোচনা বৈঠক ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির

Posted On: 24 MAY 2024 6:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মে, ২০২৪ 

 

বঙ্গোপসাগরে ঘনীভূত আসন্ন ঘূর্ণিঝড়ের মোকাবিলায় আজ ক্যাবিনেট সচিব শ্রী রাজীব গৌবার নেতৃত্বে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি (এনসিএমসি)-র বৈঠক হয়। বৈঠকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। 

বৈঠকে ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান সম্পর্কে জানান ভারতীয় আবহাওয়া দপ্তরের মহানির্দেশক। তিনি বলেন, ঘূর্ণিঝড়টি এখন বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। ২৫ মে রাতের মধ্যে ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে এগোতে পারে এবং তারপর তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর, ঘূর্ণিঝড়টি ২৬ মে মধ্যরাতে ঘন্টায় ১১০-১২০ কিলোমিটার বেগে সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে। 


পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ এবং রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, পর্যাপ্ত আশ্রয়, বিদ্যুৎ সরবরাহ, ওষুধপত্র এবং জরুরি সবধরনের ব্যবস্থা রাখা হয়েছে।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০টি দলকে নিযুক্ত করা হয়েছে এবং আরও অতিরিক্ত ৫টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজের জন্য সেনা, নৌ এবং উপকূল রক্ষী বাহিনীর পাশাপাশি জাহাজ এবং বিমানও প্রস্তুত রাখা হয়েছে। বৈঠকে ক্যাবেনেট সচিব কোনও প্রাণহানি যাতে না হয়, সেদিকে নজর দিতে বলেন এবং সম্পত্তির ন্যূনতম ক্ষয়ক্ষতির উপর জোর দেন। সেইসঙ্গে, জরুরি পরিষেবা যাতে দ্রুত চালু করা যায়, সেদিকেও নজর দিতে বলেন তিনি। 


বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, বিদ্যুৎ, টেলিকম, বন্দর, জাহাজ ও জলপথ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিবরা। এছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সদস্য সচিব, ভারতের আবহাওয়া দপ্তরের মহানির্দেশক, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মহানির্দেশক, উপকূল রক্ষী বাহিনীর মহানির্দেশক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থ আধিকারিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন।  

PG/MP/SB



(Release ID: 2022347) Visitor Counter : 43