নির্বাচনকমিশন

২০২৪-এর সাধারণ নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোটগ্রহণ পর্ব আগামীকাল

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এজন্য যাবতীয় প্রস্তুতির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ

Posted On: 12 MAY 2024 3:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মে, ২০২৪

 

আগামীকাল দেশে ২০২৪-এর সাধারণ নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণের কাজ শুরু হবে। এজন্য যাবতীয় প্রস্তুতির কাজ সম্পূর্ণ করে ফেলেছে ভারতের নির্বাচন কমিশন। এই পর্যায়ে দেশের ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি সংসদীয় কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। একইসঙ্গে, অন্ধ্রপ্রদেশ বিধানসভার ১৭৫টি এবং ওড়িশা বিধানসভার ২৮টি আসনের জন্য ভোট গ্রহণ চলবে। তেলেঙ্গানার ১৭টি সংসদীয় কেন্দ্রের অধীনে কয়েকটি বিধানসভার শূন্য আসনে ভোট গ্রহণ করা হবে। এজন্য ঐ রাজ্যে ভোট গ্রহণের সময় ধার্য হয়েছে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে যে চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণকালে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে তীব্র তাপপ্রবাহের কোন আশঙ্কা নেই। বরং, ঐ সংসদীয় নির্বাচন কেন্দ্রগুলিতে তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকতে পারে। তবে, ভোটদাতাদের সুবিধার জন্য সবক’টি ভোট গ্রহণ কেন্দ্রে জল, শামিয়ানা এবং পাখার ব্যবস্থা রাখা হয়েছে।

এ পর্যন্ত অর্থাৎ, তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ সম্পূর্ণ হওয়া পর্যন্ত ২৮৩টি সংসদীয় কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে। আগামী ৪ জুন ভোট গণনার জন্য দিন নির্দিষ্ট হয়েছে।

আগামীকাল, অর্থাৎ ১৩ মে চতুর্থ পর্যায়ের ভোটদান পর্বে ৯৬টি সংসদীয় কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এই কেন্দ্রগুলির মধ্যে ৬৪টি সাধারণ পর্যায়ের, ১২টি তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত এবং ২০টি তপশিলি জাতির জন্য সংরক্ষিত। দেশের ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে রয়েছে এই নির্বাচন কেন্দ্রগুলি। সকাল ৭টায় ভোটগ্রহণ পর্ব শুরু হবে, শেষ হবে সন্ধ্যা ৬টায়। তবে, ভোট গ্রহণ কেন্দ্রের পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমার কিছু হেরফের ঘটতে পারে। 

লোকসভার নির্দিষ্ট আসনগুলি ছাড়াও ১৩ মে অন্ধ্রপ্রদেশ বিধানসভার ১৭৫টি এবং ওড়িশা বিধানসভার ২৮টি আসনে ভোটগ্রহণ করা হবে।

২০২৪-এর সাধারণ নির্বাচনের লোকসভা কেন্দ্রগুলিতে ১,৭১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেশের ১ লক্ষ ৯২ হাজার ভোটগ্রহণ কেন্দ্রে এদিন ১৭ কোটি ১৭ লক্ষ ভোটদাতার ভোটগ্রহণ করার জন্য যাবতীয় প্রস্তুতির কাজ এখন সম্পূর্ণ। ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ১৯ লক্ষেরও বেশি নির্বাচন কর্মী ও আধিকারিক।

১৭ কোটি ১৭ লক্ষ ভোটদাতার মধ্যে পুরুষ ভোটদাতার সংখ্যা ৮ কোটি ৯৭ লক্ষ এবং মহিলা ভোটদাতার সংখ্যা ৮ কোটি ৭৩ লক্ষ।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে যে ভোটার তালিকা অনুযায়ী ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটদাতার সংখ্যা নথিভুক্ত রয়েছে ১২ লক্ষ ৪৯ হাজার। 

সাধারণ নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোটগ্রহণকালে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র ঘুরে দেখবেন ৩৬৪ জন পর্যবেক্ষক। 

ভোটদান ও ভোটগ্রহণের জন্য সুরক্ষা ও নিরাপত্তার কাজও এখন সম্পূর্ণ। মোট ৪,৬৬১টি ফ্লাইং স্কোয়াড এবং ৪,৪৩৮টি নজরদারি দলকে এজন্য মোতায়েন করা হবে। ভিডিও-র মাধ্যমেও নজরদারির ব্যবস্থা জারি রাখা হবে। 

ভোটগ্রহণের জন্য ১,০১৬টি আন্তঃরাজ্য এবং ১২১টি আন্তর্জাতিক সীমান্তে নজরদারিকে আরও কঠোর করে তোলা হয়েছে। কোনভাবেই যাতে মদ, ড্রাগ, নগদ বা লোভনীয় উপহার ঐ সীমান্ত পথগুলি দিয়ে প্রবেশ করতে না পারে, সেজন্য নিরাপত্তা বেষ্টনীকে জোরদার করে তোলা হয়েছে। 

প্রত্যেক ভোটদাতার সুবিধার জন্য ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে পানীয় জলের বন্দোবস্ত ছাড়াও ছাউনি, শৌচাগার, হুইল চেয়ার এবং বিদ্যুতের অব্যাহত যোগানের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মোতায়েন করা হবে স্বেচ্ছাসেবকদের যাঁরা ভোটদাতাদের যে কোন প্রয়োজনে তৎক্ষণাৎ উপস্থিত থাকতে পারবেন।

নথিভুক্ত সমস্ত ভোটারের কাছেই ইতিমধ্যে ভোটগ্রহণ সম্পর্কিত তথ্য স্লিপের আকারে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও ভোটাররা তাঁদের ভোটগ্রহণ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য http:// https://electoralsearch.eci.gov.in/ - এই পোর্টালটিতে গিয়ে খোঁজ করতে পারবেন।

ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের অবশ্যই সচিত্র পরিচয়পত্র সঙ্গে করে নিয়ে আসতে হবে। ভোটার আইডি কার্ড ছাড়াও আরও ১২টি বিকল্প নথির যে কোন একটিকে সঙ্গে নিয়ে ভোটাররা নির্দিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে উপস্থিত থাকতে পারবেন। এ সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য এই পোর্টালে যোগাযোগ করা যাবে -

https://www.eci.gov.in/eci-backend/public/api/download?url=LMAhAK6sOPBp%2FNFF0iRfXbEB1EVSLT41NNLRjYNJJP1KivrUxbfqkDatmHy12e%2FzBiU51zPFZI5qMtjV1qgjFsi8N4zYcCRaQ2199MM81QYarA39BJWGAJqpL2w0Jta9CSv%2B1yJkuMeCkTzY9fhBvw%3D%3D


PG/SKD/DM



(Release ID: 2020402) Visitor Counter : 713