অর্থমন্ত্রক

এপ্রিল ২০২৪ - এ সর্বকালীন রেকর্ড ২.১০ লক্ষ কোটি টাকা জিএসটি সংগ্রহ

জিএসটি সংগ্রহে ২ লক্ষ কোটি টাকার মাইলফলক অতিক্রম


মোট রাজস্ব সংগ্রহ রেকর্ড ১২.৪% বৃদ্ধি

নিট রাজস্ব (টাকা ফেরতের পর) আদায় ১.৯২ লক্ষ কোটি টাকা; ১৫.৫% বৃদ্ধি

Posted On: 01 MAY 2024 11:55AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ মে, ২০২৪ 

 

এপ্রিল ২০১৪ – এ সর্বকালীন রেকর্ড পরিমাণ ২.১০ লক্ষ কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছে। গত বছরের তুলনায় এই সংগ্রহ বৃদ্ধির হার ১২.৪ শতাংশ। টাকা ফেরতের পর নিট রাজস্ব আদায় হয়েছে ১.৯২ লক্ষ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৫ শতাংশ বৃদ্ধি। 


পশ্চিমবঙ্গে এ বছরের এপ্রিলে জিএসটি সংগ্রহ হয়েছে ৭ হাজার ২৯৩ কোটি টাকা। গত বছর এই সংগ্রহের পরিমাণ ছিল ৬ হাজার ৪৪৭ কোটি টাকা। অর্থাৎ বৃদ্ধির হার ১৩ শতাংশ। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি জিএসটি আদায় হয়েছে, ৩৭ হাজার ৬৭১ কোটি টাকা। 

PG/MP /SB



(Release ID: 2019381) Visitor Counter : 87