নির্বাচনকমিশন

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে ১৩টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ১২১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

Posted On: 09 APR 2024 11:27AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ এপ্রিল, ২০২৪ 

 

২০২৪-এর লোকসভা নির্বাচনে আউটার মণিপুর কেন্দ্রের ৪ জন প্রার্থী সহ ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১ হাজার ২০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় দফার নির্বাচনে ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি সংসদীয় কেন্দ্রের জন্য মনোনয়ন জমা পড়েছে ২ হাজার ৬৩৩টি। ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন পেশের শেষ তারিখ ছিল ৪ এপ্রিল। ২ হাজার ৬৩৩টি মনোনয়নপত্র স্কুটিনির পর ১ হাজার ৪২৮টিকে বৈধ বলে গণ্য করা হয়েছে। ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন ছিল ৮ এপ্রিল। 

দ্বিতীয় দফায় কেরলের ২০টি সংসদীয় কেন্দ্রের জন্য ৫০০টি মনোনয়ন জমা পড়েছে। কর্ণাটকের ১৪টি কেন্দ্রের জন্য মনোনয়ন জমা পড়েছিল ৪৯১টি। সবচেয়ে কম মনোনয়ন ১৪টি জমা পড়েছে ত্রিপুরায়। মহারাষ্ট্রের ১৬-নান্দেড় কেন্দ্রে সর্বাধিক ৯২টি মনোনয়নপত্র জমা পড়েছে। পশ্চিমবঙ্গের ৩টি সংসদীয় কেন্দ্রের জন্য ৬৮টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ৪৭টি বৈধ বলে গণ্য করা হয়েছে। 

উল্লেখ করা যেতে পারে যে, আউটার মণিপুরের অধীন ১৫টি বিধানসভায় ১৯ এপ্রিল প্রথম দফার ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় এই সংসদীয় কেন্দ্রের ১৩টি বিধানসভায় ভোট হবে ২৬ এপ্রিল। আউটার মণিপুর সংসদীয় কেন্দ্রে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দফার ভোটে ২১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ১ হাজার ৪৯১ জন পুরুষ এবং ১৩৪ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

 

PG/PM /SB



(Release ID: 2017546) Visitor Counter : 61