প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গিফট সিটিতে বিশ্ব আর্থপ্রযুক্তি মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী

Posted On: 10 JAN 2024 9:48PM by PIB Kolkata

নতুন দিল্লি ১০ জানুয়ারী ২০২৪


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গিফট সিটিতে বিশ্ব আর্থপ্রযুক্তি মঞ্চে আজ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন;
“গিফস সিটিতে আয়োজিত বিশ্ব আর্থপ্রযুক্তি মঞ্চে আজ উপস্থিত ছিলাম। এটা ছিল অর্থনৈতিক ও প্রযুক্তি ক্ষেত্রে উন্নত মেধার মেলবন্ধন। ডিজিটাল অর্থনীতির উদ্ভাবনী সমাধানসূত্র নিয়ে এখানে আলোচনা হয়। আর্থপ্রযুক্তি বিশ্বকে কিভাবে নতুন করে গড়ে তুলছে, তা দেখতে পাওয়া রীতিমতো এক উদ্দীপক অভিজ্ঞতা।”


PG/AB/CS…


(Release ID: 2015365) Visitor Counter : 57