তথ্যওসম্প্রচারমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর প্রসার ভারতী – শেয়ারড অডিও ভিজ্যুয়ালস ফর ব্রডকাস্ট অ্যান্ড ডিসেমিনেশন (পিবি-শব্দ)-এর সূচনা করেছেন
শব্দ সবকটি প্রধান ভারতীয় ভাষায় ৫০টি বিভাগে খবর সরবরাহ করবে
Posted On:
13 MAR 2024 4:57PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ মার্চ, ২০২৪
তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর আজ নতুন দিল্লির জাতীয় মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে পিবি-শব্দ-এর সূচনা করেছেন। প্রসার ভারতীর এই সংবাদ পরিষেবার মাধ্যমে ডিডি নিউজ ও আকাশবাণী সংবাদের ওয়েবসাইট এবং আকাশবাণীর মোবাইল অ্যাপে খবর সরবরাহ করা হবে।
দেশের তথ্য ও সম্প্রচার ক্ষেত্রের কাছে এই দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে শ্রী ঠাকুর বলেন, বছরের পর বছর ধরে প্রসার ভারতী দেশের প্রতিটি প্রান্তে, প্রতিটি আঞ্চলিক ভাষায় সংবাদ সংগ্রহ ও তা পরিবেশনের এক বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছে। এবার আমরা এই নির্ভুল ও অর্থপূর্ণ বিষয়বস্তু দেশের অন্যান্য প্রিন্ট ও বৈদ্যুতিন মিডিয়ার কাছে পৌঁছে দিতে চাই। এই সব খবর সংবাদসংস্থাগুলিকে সরবরাহ করা হবে এবং এতে দূরদর্শনের লোগো থাকবে না। এতে সংবাদের দুনিয়ায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। যেসব ছোট সংবাদসংস্থার দেশজোড়া নেটওয়ার্ক নেই, তারা এই পিবি-শব্দ থেকে যাবতীয় খবর সংগ্রহ করতে পারবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, প্রথম বছরে এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে এবং শব্দ সবকটি প্রধান ভারতীয় ভাষায় ৫০টি বিভাগে খবর সরবরাহ করবে।
দূরদর্শন নিউজ ও আকাশবাণীর ওয়েবসাইট এবং নিউজ অন এয়ার অ্যাপের পুনর্গঠনের প্রসঙ্গে শ্রী ঠাকুর বলেন, বর্তমান মোবাইল সংযোগের যুগে আকাশবাণীর অ্যাপ অত্যন্ত প্রাসঙ্গিক এবং বিভিন্ন সরকারি প্রকল্প ও নীতি সম্পর্কিত নির্ভুল তথ্যের উৎস। এই অ্যাপে ব্যক্তিগত পছন্দের নিউজ ফিড, ব্রেকিং নিউজের জন্য পুশ নোটিফিকেশন, মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্যের সমন্বয়, অফলাইনে পড়ার ব্যবস্থা, বিভিন্ন ঘটনা সরাসরি দেখতে লাইভ স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়ায় সহজে শেয়ার করার ব্যবস্থা, ব্যবহারকারীর অবস্থান ভিত্তিক সংবাদ পরিবেশন, কোন নিবন্ধ সংরক্ষণের ব্যবস্থা, বিষয় ভিত্তিক অনুসন্ধানের শক্তিশালী ব্যবস্থা সহ বিভিন্ন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু শব্দ-এর পরীক্ষামূলক প্রচলন এবং নতুন ওয়েবসাইট ও অ্যাপের সূচনার জন্য প্রসার ভারতী পরিবারকে অভিনন্দন জানান। এই পোর্টাল দেশজুড়ে নির্ভুল ও অর্থপূর্ণ সংবাদের প্রচারে সহায়ক হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী শ্রী গৌরব দ্বিবেদী বলেন, প্রসার ভারতীর বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে যে সব অডিও, ভিডিও, ছবি ও তথ্য সংগ্রহ করা হয়েছে তা এখন থেকে বিভিন্ন সংবাদ সংস্থার কাছে পৌঁছে দেওয়া হবে।
পিবি-শব্দ প্ল্যাটফর্ম থেকে ভিডিও, অডিও, ছবি, লেখা প্রভৃতির মাধ্যমে প্রাত্যহিক সংবাদ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রসার ভারতীর সংবাদদাতা ও প্রতিনিধিদের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্ত থেকে সংগৃহীত সর্বশেষ তথ্য ও নির্ভুল সংবাদ পৌঁছে যাবে গ্রাহকদের কাছে।
সরবরাহ করা ফিড যেকোন প্ল্যাটফর্মে পরিবেশের জন্য ব্যবহার করা যাবে। প্রাথমিক ভাবে এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে। এতে ছোট ছোট সংবাদপত্র, ভিডিও চ্যানেল ও ডিজিটাল পোর্টালগুলি ব্যাপকভাবে উপকৃত হবে। এসংক্রান্ত বিশদ তথ্য পাওয়া যাবে এই লিঙ্কে - https://shabd.prasarbharati.org/।
ডিডি নিউজ ও আকাশবাণী নিউজের পুনর্গঠিত ওয়েবসাইট এবং নিউজ অন এয়ার অ্যাপে ব্যবহারকারীরা সহজে ও নির্বিঘ্নে যাবতীয় সংবাদ পাবেন। এতে জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলো, পরিবেশ, মতামত সহ বিভিন্ন পৃথক বিভাগ রয়েছে।
PG/SD/AS
(Release ID: 2014673)
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Malayalam